ফ্রি ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠিত


এসএম রেদোয়ান বিন সেলিম রুহিত, পাগলাপীরঃ
রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়নে শলেয়াশাহ “রেড” নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ১৮ই নভেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ লালচাঁদপুর খাইরুল উলুম বহুমুখী ফাযিল ডিগ্রী মাদ্রাসার মাঠে আয়োজন করা হয় এক সুধী সমাবেশের। সুধী সমাবেশ শেষে উক্ত ফ্রি ব্লাড ক্যাম্পেউন উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ডাঃ মোঃ আজাহার আলী শাহ (পরিচালক, ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল, রংপুর)। “রেড” সংগঠনের সভাপতি শাহাদাত মাজেদীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ্, সহ সাধারন সম্পাদক মোঃ আতিকুল ইসলাম লিমনের উপস্থাপনা ও পরিচালনায় অনুষ্ঠিত ফ্রি ব্লাব ক্যাম্পেইন এ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত স্বেচ্ছাসেবী সংগঠন “রেড” এর উপদেষ্ঠা মন্ডলী সম্মানিত সদস্য আলহাজ্ব আবু লায়েছ মোঃ নুরুল্লাহ্ (প্রশাসনিক কর্মকর্তা-অবসরপ্রাপ্ত, র,চি,ম,হ), মোঃ এনামুল হক মাজেদী (বিশিষ্ট সমাজসেবক ও সাংবাদিক), নুরুল ইসলাম শান্তি (আসন্ন ৫নং খলেয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের ২নং ওয়ার্ডের সদস্যপ্রার্থী ও সাবেক মেম্বার), মাওলানা মোঃ শাহাজান আলী (সহঃ সুপার-অবসর-কাটিহারা দাখিল মাদ্রাসা), মোঃ আউয়াল হোসেন চৌধুরী (সহকারী অধ্যাপক-লালচাঁদপুর খাইরুল উলুম বহুমুখী ফাযিল ডিগ্রী মাদ্রাসা), মোঃ আনোয়ারুল হক (সহকারী অধ্যাপক-লালচাঁদপুর খাইরুল উলুম বহুমুখী ফাযিল ডিগ্রী মাদ্রাসা), মোঃ আব্দুল হক (আসন্ন ৫নং খলেয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের ২নং ওয়ার্ডের সদস্যপ্রার্থী), মোঃ আজম আলী (বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক), মোঃ মিজানুর রহমান (বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক), সার্বিক তত্ত্বাবধায়নে ও সহযোগিতায় ছিলেন “রেড” স্বেচ্ছাসেবী সংগঠনের অর্থ সম্পাদক মোঃ হাসানুর রহমান সজীব, আইসিটি সম্পাদক গোলাম রসূল সৈকত, অফিস সম্পাদক মোঃ মাইনুল ইসলাম মিল্লাত, ধর্মীয় সম্পাদক মোঃ রশিদুজ্জামান, ক্রীড়া সম্পাদক মোঃ শামীম হোসেন, কার্যনির্বাহী কমিটির সদস্য পারভেজ রেজা, মুন্না মস্তান সহ আরও অনেকে। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন আলহাজ্ব আবু লায়েছ মোঃ নুরুল্লাহ। উল্লেখ্য উক্ত ফ্রি ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠানে স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী সহ বিভিন্ন বয়সের দুই শতাধিক ব্যক্তি অংশগ্রহন করেন।

পুরোনো সংবাদ

রংপুর 3581760806715289164

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item