ফুলবাড়ীতে তথ্য আপা'র উঠান বৈঠক


মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়নে দিনাজপুরের ফুলবাড়ীতে তথ্য আপা প্রকল্পের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার বিকেলে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জাতীয় মহিলা সংস্থার অধীনে বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে ফুলবাড়ী সরকারি বাংলা প্রাথমিক বিদ্যালয়ে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা তথ্য সেবা কর্মকর্তা (তথ্য আপা) রোখসানা খাতুন নার্গিস।

বাংলা সরাকরি প্রাথমিক বিদ্যালয়ের প্রাধান শিক্ষক শরিফা আক্তারের সঞ্চালনায় উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিরু ছামসুন্নাহার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা হাসিনা ভুঁইয়া, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী সোহানুর রহামান সোহান,ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স প্রমুখ।

বক্তরা বলেন, গ্রামের প্রত্যান্ত এলাকার মহিলাদের মাঝে ডিজিটাল সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উঠান বৈঠকে স্বাস্থ্যসেবা, উপজেলার সরকারি সেবা সমুহের সহজলভ্যতা নিশ্চিতকরন, শিক্ষা স্বাস্থ্য, আইন, ব্যবসা, জেন্ডার ও কৃষি বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছে উপজেলা তথ্যসেবা কেন্দ্র। 


পুরোনো সংবাদ

দিনাজপুর 8325217943641601850

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item