মানববন্ধনের প্রতিবাদে নৌকার প্রার্থীর সংবাদ সম্মেলন


নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: 

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ'লীগ মনোনিত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। ২৭ অক্টোবর বুধবার সকালে সুন্দরগঞ্জ প্রেসক্লাবে নৌকা প্রতীক প্রাপ্ত চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, আসন্ন ইউপি নির্বাচনে মনোনয়ন পেয়ে নৌকার বিজয় সুনিশ্চিত করার জন্য ইউনিয়ন বাসীর দ্বারে দ্বারে যাচ্ছি। ফলে নৌকার সুনিশ্চিত বিজয় দেখে একটি স্বার্থান্বেষী মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। গত ২৫ অক্টোবর দুপুরে তারাপুর ইউনিয়নের চৈতন্য বাজারে আমার বিরুদ্ধে তথা মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে মানববন্ধন করেছে স্বার্থান্বেষী মহল। ওই মানববন্ধনে আমার ও আমার বাবার বিরুদ্ধে অনেক মিথ্যা ও ভিত্তিহীন তথ্য উপস্থাপন করা হয়েছে যা পারিবারিক সম্মান ও বংশীয় মর্যাদা ক্ষুন্ন করেছে। আমার বাবা মরহুম আজিজুল হক মুক্তিযুদ্ধের স্বপক্ষে সারাজীবন কাজ করে গেছেন এবং তিনি তারাপুর ইউনিয়নের তিনবারের নির্বাচিত সফল চেয়ারম্যান ছিলেন। যার সুনাম পুরো উপজেলায় আজও রয়েছে। এছাড়াও আমার পরিবারের কোন সদস্য অন্য কোন রাজনৈতিক দল বা মতের সাথে স¤পৃক্ত নয়। তিনি আরও বলেন, ১৯৮০ সালে গাইবান্ধা সরকারি কলেজে অধ্যায়নকালে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ আওয়ামী ছাত্রলীগে যোগদান করে কলেজ শাখা ছাত্রলীগের প্রচার স¤পাদক হিসাবে দায়িত্ব পালন করেছি। পরে জীবন জীবিকার তাগিদে সরকারি চাকুরিতে প্রবেশ করি। চাকুরিরত অবস্থায় আমি মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হিসাবে কাজ করেছি। চাকুরি থেকে অবসরের পর বর্তমানে  তারাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য হিসাবে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ ও লালন করে চলছি। আমি এখনো নৌকার প্রার্থী আছি এবং নৌকার বিজয় সুনিশ্চিত করার জন্য স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংঠনের নেতা-কর্মীদের সাথে নিয়ে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমি জয়ের ব্যাপারে শতভাগ নিশ্চিত। একই সাথে ওই স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সংবাদ সম্মেলনে তারাপুর ইউনিয়নের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


পুরোনো সংবাদ

নির্বাচন 8345190146812589217

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item