জাতীয় শোক দিবস উপলক্ষে সৈয়দপুরে কৃষি বিভাগের বৃক্ষরোপন কর্মসূচি পালিত


তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
:

১৫ আগষ্ট  (রোববার) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে। শহরের উপকন্ঠে কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ আশ্রয়ণ প্রকল্পে ওই  বৃক্ষরোপন করা হয়।

 সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগেরর সভাপতি মোখছেদুল মোমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

এ সময় সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহিনা বেগম, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মমতা সাহা  ও কৃষিবিদ মো. সালাহউদ্দিন, উপসহকারি কৃষি কর্মকর্তা ডিপ্লোমা কৃষিবিদ মো.আসাদুজ্জামান আশাসহ কৃষি সম্প্রসারণ অধিদফতরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 ওই দিন উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী ৫২টি পরিবারের মধ্যে প্রতিটি পরিবারকে একটি করে হাঁড়িভাঙ্গা আম গাছের চারা বিতরণ করা হয়েছে।


পুরোনো সংবাদ

নীলফামারী 1490623940910963818

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item