পাগলাপীর লাহিড়ীরহাট সড়ক সংস্কার করলেন চেয়ারম্যান ইকবাল


এসএম রেদোয়ান বিন সেলিম রুহিত, পাগলাপীর ঃ
রংপুরের ব্যস্ততম বানিজ্যিক বন্দর পাগলাপীরে লাহিড়ীরহাট শ্যামপুর বদরগঞ্জ সড়কের আইডিয়াল স্কুল এন্ড কলেজ, অরবিট স্কুল এন্ড কলেজ ও জনতা ট্রেডার্স  শফিকুলের টিনের দোকানের সামন সহ সড়কটির বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে ছোট বড় গর্ত সৃষ্টি হয়ে বেহাল ভগ্নদশাগুলো সংস্কার করলেন অত্র হরিদেবপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান ও উন্নয়নের রুপকার ইকবাল হোসেন। তিনি বুধবার দুপুরে নিজে দাড়িয়ে থেকে উক্ত সড়কের জিরো পয়েন্ট হতে ৫০০ ফিট পর্যন্ত সড়কের বেহাল ভগ্নদশাগুলো ইটের আদলা, টুকরা ও ডাষ্ট ফেলে সংস্কার করেন। পথচারী সহ ব্যবসায়ীদের উদ্দেশ্যে চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন বলেন সড়কটির পাগলাপীর বন্দর হতে শিবের বাজার সোয়া কিলোমিটার পর্যন্ত বিভিন্ন স্থানে কার্পেটিং পাথর খোয়া উঠে গর্ত সৃষ্টি হয়ে বর্তমানে সড়কটির বেহাল ভগ্নদশা সৃষ্টি হয়ে যানবাহন চলাচল করা তো দুরের কথা পথচারীদের চলাচল দুসাধ্য হয়ে পড়েছে। এ অবস্থায় সড়কে যানবাহন দূঘর্টনা যেন না ঘটে সেজন্য ব্যক্তি উদ্যোগে সড়কটির কার্পেটিং উঠে গর্ত নামক বিশাল আকৃতির মরন ফাঁদগুলো সংস্কার করছি। এর আগে পাগলাপীর কেন্দ্রীয় জামে মসজিদ ও ভিশন শো-রুমের সামনে বিশাল আকৃতির গর্ত সংস্কার করে দিয়েছি। চলতি ২০২১ইং সালের নভেম্বর-ডিসেম্বর মাসে সড়কটির এ বেহাল ভগ্নদশাগুলো এলজিইডির রংপুর কর্তৃপক্ষের অধীনে সংস্কারের কাজ শুরু হবে এবং তিন ফিট করে ছয় ফিট সড়কটির দু’ধারে সম্প্রসারন হবে বলে তিনি স্থানীয়দের আশ্বাস্ত করেন।  এ সময় চেয়ারম্যান ইকবাল হোসেন এর সঙ্গে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য শওকত হোসেন যাদু, কোতয়ালী সদর থানার হরিদেবপুর ইউনিয়ন বিট পুলিশিং এর সহকারী ইনচার্জ এএসআই মাহামুদুল হাসান, এএসআই আরিফ হোসেন, পাগলাপীর কেন্দ্রীয় জামে মসজিদের সহ সভাপতি ও ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানীর পাগলীর মডেল সাংগঠনিক অফিসের ইনচার্জ আলহাজ্ব ফজলুল হক বাংলা, জাতীয় পার্টির হরিদেবপুর ইউনিয়ন সিনিয়র সহ সভাপতি ইসরাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক মশিয়ার রহমান, ৩নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মিঠুন মিয়া, সাবেক ইউনিয়ন সদস্য সচিব শফিকুল ইসলাম শফিক, উদ্যোক্তা সৌরভ আল হাসান, পাগলাপীর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও আহবায়ক হাবিবুর রহমান সেলিম সহ স্থানীয় বিভিন্ন ব্যবসায়ী ও সুধীবৃন্দ । উল্লেখ্য লাহিড়ীরহাট শ্যামপুর বদরগঞ্জ সড়কের জিরো পয়েন্ট পাগলাপীর বন্দর হতে প্রায় তিন কিলোমিটার পর্যন্ত সড়কটির বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে বেহাল ভগ্নদশা সৃষ্টি হয়ে পড়ায় যানবাহন চলাচল অযোগ্য হয়ে পড়ছে। এ অবস্থা দীর্ঘদিন ধরে চলছে। 


পুরোনো সংবাদ

রংপুর 6363033138414188084

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item