অবৈধ ভাবে ভারত থেকে ফেরার পথে সীমান্তে ৭ বাংলাদেশী আটক


হাফিজুর রহমান হৃদয়,কুড়িগ্রাম প্রতিনিধি,

অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে ফেরার পথে কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে নারী ও শিশুসহ ৭ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড (বিজিবি)।


তারা ভারতে ইটভাটায় কাজ শেষে সোমবার (২ আগস্ট)  ভোরে নোম্যান্স ল্যান্ডে আসার সময় আটক হন। পরে আটককৃতদের বিনা পাসর্পোটে দেশে আসার অপরাধে বিজিবি মামলা করে ফুলবাড়ী থানায় সোপর্দ করে।  


আটক বাংলাদেশিরা হলেন, উপজেলার নওদাবস গ্রামের শাহালাম হকের ছেলে শহিদ আলী (৩১) তার স্ত্রী আফরোজা খাতুন (২৮), ছেলে আরমান আলী (০৮), কাশিপুর ইউনিয়নের আরজী নেওয়াশী গ্রামের ফজলুল হকের ছেলে রাজু মন্ডল (৩৬), তার স্ত্রী পারভীন বিবি (২১), ছেলে পারভেজ মন্ডল (০৬), নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ এলাকার আকবর আলীর ছেলে মোকসেদ আলী (৪২)। 


বিজিবি জানায়, আটক বাংলাদেশীরা ভারতের ইট ভাটায় কাজ শেষে সোমবার ভোরে ভারতের দিনহাটা থানার সেউটি-২ গ্রামে সীমান্তের ৯৪২/৭ আন্তর্জাতিক পিলারের নিকট দিয়ে দালালের মাধ্যমে কাঁটাতার টপকিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। পরে ফুলবাড়ী উপজেলার  কাশিপুর ইউনিয়নের ধর্মপুর সীমান্ত দিয়ে বাড়ি ফেরার সময় বিজিবি তাদেরকে আটক করে।  


লালমনিরহাট ১৫ বিজিবির অধীন কাশিপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার রমজান আলী বিষয়টি নিশ্চিত করে জানান, ভারতের দিল্লীতে ইটভাটায় কাজ শেষে দুই দেশের দালাল চক্রের মাধ্যমে তারা বাংলাদেশ প্রবেশ করে। কিন্তু অবৈধ ভাবে দেশে আসার অপরাধে তাদেরকে আটক করে ফুলবাড়ী থানায় সোপর্দ করা হয়


পুরোনো সংবাদ

নির্বাচিত 1487485261451514258

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item