সৈয়দপুরে বিকাশের মাধ্যমে ২৬২ জন গ্রাহকের সঞ্চয় ফেরত দিয়েছে ব্র্যাক


তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর(নীলফামারী) প্রতিনিধি:

মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের কঠোর লকডাউনে মানুষ যখন আর্থিকভাবে দিশেহারা হয়ে পড়েছে ; ঠিক সেই মুহুর্তে বিকাশের মাধ্যমে সঞ্চয় ফেরত দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে নীলফামারীর সৈয়দপুর অঞ্চলের আওতাধীন ব্র্যাকের পাঁচটি শাখা। আসন্ন পবিত্র ইদুল আযহা উপলক্ষে ২৬২ জন সদস্যদের মাঝে মোট ছয় লাখ ৬৫ হাজার টাকা সঞ্চয় ফেরত দিয়েছে ব্র্যাক কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত উল্লিখিত সংখ্যক সদস্যের অর্থ ফেরত দেওয়া হয়।
করোনাকালে সরকারের ঘোষণা অনুযায়ী অফিস বন্ধ থাকা সত্বেও প্রয়োজনীয় সঞ্চয় ফেরত পেয়ে গ্রাহকরা বেজায় খুশি হয়েছেন। এমন নিদানকালে সঞ্চয় ফেরত পেয়ে তারা ব্র্যাক কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।  
এ ব্যাপারে জানতে চাইলে ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) মো. মামুন হোসেন বলেন, বিকাশের মাধ্যমে সঞ্চয় ফেরত দেওয়ার পাশাপাশি আমরা মৃত. সদস্যের নমিনিকে বীমা সুবিধাও দিয়েছি।
এলাকা ব্যবস্থাপক (দাবি) সুবাস কুমার ঘোষ জানান, ব্র্যাক সব সময় সদস্যদের আপদে-বিপদে ছিল এখনও আছে। এটা ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ ভাইয়ের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য। এছাড়া ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাধ্যমে সৈয়দপুরে বিনামূল্যে চিকিৎসা ও স্যানিটাইজার সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে।     

পুরোনো সংবাদ

নীলফামারী 7802689982443692024

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item