পাগলাপীরে গ্রাহকের সঞ্চয় ফেরত দিল ব্র্যাক


এসএম রেদোয়ান বিন সেলিম রুহিত, পাগলাপীর ঃ
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ব্যাপক বেড়ে যাওয়ায় চরম দূর্ভোগ ও দূযোর্গে রংপুরের পাগলাপীরে বেসরকারী এনজিও প্রতিষ্ঠান ব্র্যাক ৬০ জন গ্রাহককে সঞ্চয়ীকৃত টাকা ফেরত দিলেন। গত ১৩ই জুলাই সহ চলতি মাসের বিভিন্ন তারিখে ব্র্যাক পাগলাপীর এরিয়া অফিস ৪টি শাখার ৬০ জন গ্রাহককে বিকাশের মাধ্যমে তাদেরকে টাকা পাঠিয়ে দেন। ব্র্যাক রংপুরের প্রশংসনীয় উদ্যোগ, ব্র্যাক রংপুর-১ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) মোঃ মিজানুর রহমান জানান তার অঞ্চলের আওতাধীন পাগলাপীর এরিয়ার শাখাগুলোতে (পাগলাপীর, পানবাজার, সেন্টারেরহাট, ইকরচালী) সরকারের কঠোর লকডাউনের মধ্যে সরকারী নিয়মনীতি মেনে ব্র্যাক কর্মীরা মোবাইলের মাধ্যমে নিয়মিত গ্রাহক সদস্যদের স্বাস্থ্যবিধি সংক্রান্ত পরামর্শ মাস্ক বিতরন এবং বিকাশের মাধ্যমে ৬০ জন গ্রাহক সদস্যকে ২০০০ হাজার এবং ৫০০০ টাকা করে তাদের জমাকৃত সঞ্চয় ফেরত দেয়া হয়েছে। দেশের এই দূযোর্গ মুহুর্তে গ্রাহক সদস্যরা সঞ্চয়ের টাকা হাতে পেয়ে অনেক অনেক খুশি। ব্র্যাকের গ্রাহক সদস্য হওয়ায় তারা নিজেকে গর্ববোধ মনে করেন। এদের মধ্যে আন্নিকা, ফরিদা, সাজেদা, মজিদা, জেসমিন, গোলাপী, সায়রা, জমেলা ও আরজাহান তাদের অভিব্যক্তি প্রকাশ করেন এবং ব্র্যাকের প্রতি কৃতজ্ঞতা জানান। এই ব্যাপারে ব্র্যাক পাগলাপীর এরিয়া অফিসের ম্যানেজার (দাবি) খালেদ আহম্মেদ জানান, ঈদকে সামনে রেখে লকডাউন দীর্ঘমেয়াদী হলে গ্রাহক সদস্যদের চাহিদার ভিত্তিতে বিকাশের মাধ্যমে সঞ্চয় ফেরতের ধারা অব্যাহত থাকবে।

পুরোনো সংবাদ

রংপুর 3346255196606088375

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item