অশ্রসিক্ত নয়নে বিদায় নিলেন কিশোরগঞ্জের ইউএনও রোকসানা বেগম


মোঃ শামীম হোসেন বাবু,কিশোরগঞ্জ(নীলফামারী)সংবাদদাতাঃ 
বদলীজনিত কারনে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রোকসানা বেগম। বৃহস্পতিবার নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার অমিত চক্রবতিকে ফুল দিয়ে বরন করে দায়িত্ব বুঝে দেন তিনি। এসময় অফিসের কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন সামাজিক,রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ আবেগ আপ্লুত হয়ে পড়েন।  

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ এবং উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও উপজেলা নির্বাহী অফিসার রোকসানা বেগম এবং নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার অমিত  চক্রবতিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মোঃ আবুল কালাম কালাম বারী পাইলট, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা বেগম, কিশোরগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল,  ৯ ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিক প্রমুখ। উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম বারী পাইলট বলেন, গত  ২৮/৭/২০২০ ইং সালে  নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় প্রথম নারী উপজেলা নির্বাহী অফিসার হিসাবে দায়িত্বভার গ্রহন করেছিলেন রোকসানা বেগম। দায়িত্ব গ্রহনের শুরুতেই  তিনি করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন কার্যকরী প্রদক্ষেপ গ্রহন করেন। করোনা ভাইরাসে আক্লান্ত রোগীদের বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দেওয়ার পাশাপাশি অসহায় দরিদ্র এবং হতদরিদ্র মানুষের পাশে দাড়িয়েছেন। 

পুরোনো সংবাদ

নীলফামারী 6739874586681543448

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item