ভারত থেকে আসা ২০০ টন অক্সিজেন সিরাজগঞ্জে, লরিতে নেয়া হবে ঢাকায়


ডেস্ক:
ভারত থেকে আসা ২০০ টন অক্সিজেন সিরাজগঞ্জে পৌঁছেছে। এরইমধ্যে অক্সিজেনগুলো খালাসের কাজ চলছে। এরপর খালাস করা অক্সিজেন লরিতে করে ঢাকায় নেওয়া হবে।


রোববার (২৫ জুলাই) বেলা পৌনে ১১টার দিকে ১০ কন্টেইনার অক্সিজেন নিয়ে ‘অক্সিজেন এক্সপ্রেস’ বঙ্গবন্ধু সেতু পশ্চিম স্টেশনে প্রবেশ করে।


গত শনিবার ভারতের ঝাড়খণ্ড প্রদেশের জামশেদপুর টাটানগর থেকে দশ কন্টেইনার অক্সিজেন নিয়ে একটি ট্রেন বাংলাদেশের উদ্দেশে ছেড়ে আসে। রাত ১০টায় ট্রেনটি বেনাপোল স্টেশন হয়ে বাংলাদেশে প্রবেশ করে।


শনিবার ভারতের তথ্য অধিদফতর এক বিজ্ঞপ্তিতে জানায়, শনিবার সকাল ৯টা ২৫ মিনিটে ১০টি কন্টেইনারে ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন লোডিং সম্পন্ন হয়েছে। অক্সিজেন এক্সপ্রেস নামে বিশেষ ট্রেনটি বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছে।


ভারতের তথ্য অধিদফতর আরো জানায়, ২০২১ সালের ২৪ এপ্রিল ভারতে এ বিশেষ ট্রেন সেবা শুরুর পর থেকে এবারই প্রথম প্রতিবেশী দেশে অক্সিজেন এক্সপ্রেস চালু হলো।


গত ২৪ এপ্রিল থেকে ভারতীয় রেলওয়ের এ বিশেষ ট্রেন সেবা চালু হয়। দেশটিতে এখন এ রকম অন্তত ৪৮০টি ট্রেন রয়েছে। এপ্রিলে চালু হওয়ার পর এসব ট্রেনের মাধ্যমে ৩৬ হাজার ৮৪১ টন তরলীকৃত মেডিকেল অক্সিজেন সরবরাহ করা হয়েছে।

পুরোনো সংবাদ

প্রধান খবর 6986507788076010099

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item