নীলফামারীতে চীনের টিকা প্রয়োগ শুরু
https://www.obolokon24.com/2021/06/nilphamari_67.html
নির্ণয়,নীলফামারী॥ চীন থেকে আসা করোনা ভাইরাসের সিনোফার্মের টিকা দেয়া শুরু হয়েছে। প্রথম দফায় শনিরাব মেডিক্যাল কলেজ ও নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের দেয়া হয়েছে। ১৬ জুন নীলফামারীতে ৯ হাজার ৬০০ ডোজ এসে পৌঁছে। যা প্রথম ও দ্বিতীয় ডোজ হিসবে ৪ হাজার ৮০০ জনকে প্রয়োগ করা হবে।
নীলফামারী জেনারেল হাসপাতালের কোভিট-১৯ টিকাদান কেন্দ্রে এই টিকা দেয়া হচ্ছে সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত। প্রথম দিনে ৯২জন টিকা নিয়েছেন। এরমধ্যে ৯জন পুরুষ ৮৩জন নারী রয়েছেন।
স্বাস্থ্য বিভাগ সুত্র জানায়, টিকা পেতে রেজিস্ট্রেশন অবশ্যই করতে হবে। অন্যথায় টিকা দেয়া হবে না।
সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির জানান, চীনের এই টিকার সুযোগ পাবেন হাসপাতালের নার্স, নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী, মেডিক্যাল কলেজের শিক্ষার্থী এবং অন্যান্য শিক্ষার্থীরা।
প্রসঙ্গতঃ টিকাদান কর্মসুচীর প্রথম দফায় জেলার সাতটি কেন্দ্রে প্রথম ডোজ গ্রহণ করেন ৭৬ হাজার ৭২৭ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫০হাজার ২৭৩জন। মজুদ শেষ হয়ে যাওয়ায় এখনও দ্বিতীয় ডোজের অপেক্ষায় রয়েছেন ২৬ হাজার ৪৫৪ জন। #