সৈয়দপুরে প্রবীণ আওয়ামী লীগ নেতা ও সমাজ সেবক শমসের আলী বসুনিয়া’র ইন্তেকাল
তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে প্রবীণ আওয়ামী লীগ নেতা ও সমাজসেবক শসসের আলী বসুনিয়া বার্ধক্যজনিত কারণে সোমবার (১৪ জুন) রাতে পৌরসভা এলাকার বসুনিয়াপাড়ায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি . . . রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি স্ত্রী, পাঁচ ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্যক আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাঙক্ষাকী ও বহু গুনগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার (১৫ জুন) বাদ জোহর সৈয়দপুর পৌরসভা এলাকার বসুনিয়াপাড়ায় তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তাঁর জানাজার নামাজে সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পরে মরহুমকে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
তাঁর মৃত্যুতে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট এস. এম ওবায়দুর রহমান, পৌর মেয়র রাফিকা আকতার জাহান, পৌর প্যানেল মেয়র -১ মো. শাহিন হোসেন, আওয়ামী লীগ সৈয়দপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, আওয়ামী লীগ নেতা অধ্যাপক সাখাওয়াৎ হোসেন খোকন, ইঞ্জিনিয়ার একেএম রাশেদুজ্জামান রাশেদ, সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের সভাপতি ম. আ শামীম, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সাকির হোসেন বাদল, সৈয়দপুর প্রেস ক্লাবের সভাপতি আমিনুল হক ও সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন লুতু প্রমূখ শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য,মরহুম শসসের আলী বসুনিয়া ছিলেন আওয়ামী যুবলীগ সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মো. মোস্তাকুর রহমান বসুনিয়ার বাবা।