৭ দফা দাবী নীলফামারীতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন



নির্ণয়,নীলফামারী॥
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রেশন প্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয় করণসহ ৭ দফা দাবিতে নীলফামারীতে মানববন্ধন করেছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি। 

আজ রবিবার(২৩ মে/২০২১) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি নীলফামারী জেলা শাখার আয়োজনে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন হয়। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবরে একটি স্বারকলিপি জেলা প্রশাসকের কাছে প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন  সংগঠনের জেলা সভাপতি আবু মুসা ভূঁইয়া, সাধারণ সম্পাদক লেবু মিয়া, সহসভাপতি জোনাব আলীসহ জেলার ছয় উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।

সাত দফা দাবীর মধ্যে রয়েছে ২০২১-২২ অর্থ বছরে জাতীয় করণের ঘোষণা দেয়া, কোড বিহীন মাদ্রাসাগুলো কোড নম্বরে অন্তর্ভুক্ত করা, ইবতেদায়ী মাদ্রাসা নীতিমালা ২০১৮ সংশোধণ করে আলিম পাশ একজনের পরিবর্তে এইচএসসি পাশ সমমান অন্তর্ভুক্ত করণ, কার্যালয় সহায়ক নিয়োগ, প্রশিক্ষণের ব্যবস্থা করা, আসবাবপত্রসহ ভবণ নির্মাণ এবং স্থায়ী রেজিস্ট্রেশনের ব্যবস্থা করণ। #


অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item