জলঢাকায় ২য় ধাপে ভূমিসহ ঘর পাচ্ছে ৩ শত গৃহহীন পরিবার


মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ
দেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা' মর্মে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে আশ্রয়ন -২ প্রকল্পের আওতায় মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে জমিসহ নতুন করে পাকাবাড়ি পাচ্ছেন নীলফামারীর জলঢাকা উপজেলার ৩ শত ভূমিহীন ও গৃহহীন পরিবার।   

প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন প্রকল্প-২ এর অধীনে দ্বিতীয় ধাপে আগামী জুন মাসে আধা-পাকা এসব বাড়ির চাবি তুলে দেওয়া হবে গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে । এর আগে জলঢাকা উপজেলায় প্রথম ধাপে গত জানুয়ারি মাসে মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে বাড়ি পেয়েছেন ১শত ৪১ জন গৃহহীন ও ভূমিহীন পরিবার। এবার ২য় ধাপে বাড়ি পাচ্ছে উপজেলার কৈমারী ইউনিয়নের বালাপাড়ায় ১ শত জন, মিরগঞ্জ ইউনিয়নের পাতাইবাড়ী ডাঙ্গায় ১শত ৩০ জন ও শিমুলবাড়ী  ইউনিয়নের বান্নিরডাঙ্গায় ৭০ জন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান জানান, গৃহহীন ও ভূমিহীন যাচাই বাছাই করে তালিকা প্রনযন করা হয়েছে। এতে জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা নেওয়া হয়েছে। এছাড়াও কাজের মান ঠিক রাখতে কঠোর মনিটরিং করা হচ্ছে। প্রতিটি বাড়ি নির্মানে ব্যয় হচ্ছে ১ লাখ ৯০ হাজার টাকা। আশা করছি আগামি মাসে ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলোর মাঝে এসব ঘর তুলে দিতে পারবো। সেই লক্ষ্যে নিয়ে গৃহনির্মাণ কাজ এগিয়ে চলছে।   

পুরোনো সংবাদ

নীলফামারী 4783467574273370395

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item