নীলফামারীতে প্রধানমন্ত্রীর ইফতারের ৫শ টাকা বিতরণ শুরু


নির্ণয়,নীলফামারী॥
পবিত্র মাহে রমজানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ইফতার বাবদ ৫শ করে টাকা বিতরণ শুরু হয়েছে নীলফামারীতে। আজ সোমবার(৩ মে/২০২১) দুপুরে সদর উপজেলার পলাশবাড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিক ভাবে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) এলিনা আকতারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহিদ মাহমুদ, নারী ভাইস চেয়ারম্যান সান্তনা চক্রবর্তি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ স¤পাদক ওয়াদুদ রহমান, পলাশবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মমতাজ আলী প্রামানিক প্রমুখ।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার জানান, সদরের ১৫টি ইউনিয়নে ইউনিয়ন প্রতি ৫শ জন করে ৫শ টাকা হারে ৩৭লাখ টাকা ৫০ হাজার টাকা প্রদান করা হচ্ছে। নগদ এই টাকা পাবেন সুবিধাভোগীরা।

জেলা প্রশাসক কার্যালয়ের ত্রাণ শাখার জেলা ত্রাণ ও পুর্নবাসন অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও নেজারত ডেপুটি কালেক্টর জাহাঙ্গীর হোসাইন জানান, জেলার ৬০টি ইউনিয়ন এবং চারটি পৌরসভায় ১ কোটি ৫৬লাখ ৫০ হাজার টাকা দেয়া হচ্ছে। যা ৩১হাজার ৩শ জন দরিদ্র মানুষ পাবেন। #


পুরোনো সংবাদ

নীলফামারী 2764939427152978232

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item