সৈয়দপুরে এ্যাডভোকেট তুষার কান্তি রায়ের মায়ের পরলোকগন


তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুর সরকারি কলেজের গণিত বিভাগের সাবেক অধ্যাপক মৃনাল কান্তি রায়, নীলফামারী জজ কোর্টের সিনিয়র আইনজীবী তুষার কান্তি রায় ও খানসামা ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক সুজিত কুমার রায়ের (ধীমান) মা ব্রজ বালা রায় পরলোগমন করেছেন। তিনি বার্ধক্যজনিত কারণে বুধবার রাত সাড়ে ৩টায় সৈয়দপুর শহরের শহীদ তুলশীরাম সড়কের কুন্দল এলাকায় বড় ছেলে মৃনাল কান্তি রায়ের বাসভবনে ইহলোক ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি তিন ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্যক আত্মীয়-স্বজন, শুভাকাঙক্ষী রেখে গেছেন। বুধবার বেলা ২টায় তাঁর গ্রামের বাড়ি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা আলোকডিহি ইউনিয়নের আলোকডিহি কেন্দ্রীয় শ্মশানে তাঁকে দাহ্ করা হয়েছে। তাঁর শেষকৃত্য অনুষ্ঠানে সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

তাঁর মৃত্যুতে সৈয়দপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট এস. এম. ওবায়দুর রহমান, নীলফামারী বার সমিতির সভাপতি এ্যাডভোকেট মমতাজুল হক, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আল ফারুক  মো. আব্দুল লতিফ, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি রাজ কুমার পোদ্দার রাজু, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) যোগেন্দ্র নাথ রায়, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি এ্যাডভোকেট সুবোধ চন্দ্র দাস, সৈয়দপুর হিন্দু কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সুমিত কুমার আগরওয়ালা নিক্কি, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সৈয়দপুর পৌর শাখার সভাপতি গোপাল চন্দ্র রায়, সাধারণ সম্পাদক প্রতাপ সরকার বিজয়, সৈয়দপুর প্রেসক্লাবের সভাপতি আমিনুল হক ও সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন লুতুসহ সকল সদস্যবৃন্দ প্রমূখ শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। 

প্রসঙ্গত, স্বর্গীয় ব্রজ বালা রায় ছিলেন, নীলফামারী জজ কোর্টের আইনজীবী হিল্লোল রায়ের ঠাকুর মা ও এ্যাডভোকেট জয়শ্রী দেব’র দিদি শ্বাশুড়ী এবং উন্নয়ন কর্মী প্রতাপ সরকার বিজয়ের পিসি মা।  


পুরোনো সংবাদ

নীলফামারী 6992344436433323031

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item