সৈয়দপুরে অসহায় দুস্থ দিনমজুর শহিদুলের মেরুদন্ডে অপারেশনে আর্থিক সহায়তার প্রয়োজন

 


তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

 নীলফামারীর সৈয়দপুরে অসহায় ও দুস্থ শহিদুল ইসলাম অর্থাভাবে মেরুদন্ডে অপারেশন করাতে পারছেন না। এতে করে তিনি চলাফেলায় মারাত্মক কষ্টে দূর্বিষহ জীবনযাপন করছেন। যদিও চিকিৎসক তাকে অতিসত্ত্বর মেরুদন্ডে অপারেশনের পরামর্শ দিয়েছে। 

 খোঁজ নিয়ে জানা যায়, সৈয়দপুর শহরের কাজীপাড়ার মো. শহিদুল ইসলাম, বয়স ৫০ বছর। পেশায় দিনমজুর শহিদুল নিঃন্তান। এক সময় দিনমজুরী করে তাঁর দিন ভালই কাটছিল। কিন্তু আকস্মিক এক দূর্ঘটনা তাঁর জীবনকে দূবির্ষহ করে তুলেছে। সে প্রায় ১৬/১৭ বছর আগের ঘটনা। একদিন বাড়ির পাশের একটি বাঁশঝাড় থেকে শুকনো কঞ্চি পাড়তে গিয়ে অসাবধানতা বশতঃ  বাঁশঝাড় থেকে নিচে পড়েন যান তিনি। এতে তিনি পিঠের মধ্যে প্রচন্ড ব্যথা পান। এরপর স্থানীয় চিকিৎসকের পরামর্শে ব্যথানাশক ওষুধ সেবন করে কিছুটা সুস্থ হয়ে উঠেন। সেই থেকে তিনি দিনমজুরী করে জীবন নির্বাহ করে আসছেন। কিন্তু গত বছর আবার তাঁর মেরুদন্ডের ব্যথা শুরু হয়। এরপর তিনি চিকিৎসকের শরনাপন্ন হলে তাকে এমআরআই করার পরামর্শ দেন। চিকিৎসকের পরামর্শে এমআইআরে তাঁর মেরুদন্ডে আঘাতসহ দুটি হাঁড় সরিয়ে যাওয়ার বিষয়টি ধরা পড়ে। এ অবস্থায় চিকিৎসক তাকে অতিদ্রুত মেরুদন্ডে অপারেশনের পরামর্শ দেন। এতে প্রায় দুই লাখ টাকার  মতো প্রয়োজন। কিন্তু দিনমজুর শহিদুলের পক্ষে অপারেশনের ওই পরিমাণ টাকা সংগ্রহ করা কোনক্রমে সম্ভব নয়। আর শারীরিক সমস্যার কারণে কোন কাজকর্ম করতে না পেরে দীর্ঘদিন বসে বসে খেয়ে না খেয়ে দিন কাটছে তাঁর। বর্তমানে তাঁর এমনই জটিল সমস্যা হয়েছে যে তিনি ঠিকভাবে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারেন না। আর কাজকর্ম করা তো দূরে কথা। তাঁর নিজের কোন সহায়-সম্পদও নেই, তা বিক্রি করে নিজের চিকিৎসা করাবেন। যদিও চিকিৎসক তাকে অতিসত্ত্বর মেরুদন্ডে অপারেশনের পরামর্শ দিয়েছেন। কিন্তু অদ্যাবধি অপারেশনের জন্য দুই লাখ টাকা  যোগাড় করতে পারেননি তিনি। আর তিনি অপারেশনের জন্য এখন কি করবেন ভেবেচিন্তেও কূলকিনারা  খুঁজে পাচ্ছেন না। এ অবস্থায় অসহায়, দুস্থ  দিনমজুর শহিদুল ইসলাম তাঁর অপারেশনের জন্য সমাজের সহৃদয়বান ও বিত্তশালীদের আর্থিক সহায়তা চেয়েছেন। যোগোযোগ: মোবাইল:০১৭৪৪৯৫০৭৬৪, বিকাশ নম্বর:০১৭৮৫-৭৩৫৫৩৬।    


পুরোনো সংবাদ

নীলফামারী 2554871656754826180

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item