নীলফামারীর বধ্যভুমিগুলি মোমের আলোয় প্রজ্জ্বলিত


নির্ণয়,,নীলফামারী॥
২৫ মার্চ গণহত্যা দিবসে শতশত মোমের আলোয় প্রজ্জ্বলিত হলো নীলফামারীর বধ্যভুমিগুলো। বৃহস্পতিবার(২৫ মার্চ/২০২১) সন্ধ্যা সাড়ে ৭টায় নীলফামারী সরকারী কলেজে চত্বরে থাকা ৭১ এর পাকি সেনা ও রাজাকার আলবদর বাহিনীর হাতে গণহত্যার বধ্যভুমির স্থানে মোমবাতি প্রজ্জ্বলিত করা হয়। এ ছাড়া জেলার ডিমলা, জলঢাকা, সৈয়দপুর উপজেলার বধ্যভুমিগুলোতে সংশ্লিষ্ট উপজেলা পরিষদ অনুরূপ কর্মসুচী পালন করে। পাশাপাশি গণহত্যার শিকার স্বাধীনতারমুক্তিকামি বাঙালীদের স্মরনে একই সময় জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মোমবাতি প্রজ্জ্বলিত করা হয়।

স্বাস্থ্যবিধি মেনে বধ্যভুমিতে পুস্পমাল্য অর্পন, মোমবাতির আলো প্রজ্জ্বলন ও এক মিনিট নিরবতা পালন  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হাফিজুর রহমার চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান(বিপিএম,পিপিএম), নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর দিদারুল রহমান, নীলফামারী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ওবায়দুল আনোয়ার, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক, বীর মুক্তিযোদ্ধা কান্তি ভূষণ কুন্ডু,  জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সাধারণ স¤পাদক এ্যাড. মমতাজুল হক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবজার রহমান, সাধারণ স¤পাদক ওয়াদুদ রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, সাধারণ স¤পাদক আরিফ হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফারিদা খানম এনা, জেলা যুব মহিলা লীগের সভাপতি শান্তনা চক্রবর্তী, সাধারণ স¤পাদক ইসরাত জাহান পল্লবী, জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেল ও সাধারণ স¤পাদক মাসুদ সরকার প্রমুখ। 

এদিকে সৈয়দপুর গোলাহাট গণহত্যার বধ্যভূমিতে বিশেষ মোনাজাত ও মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। উপস্থিত আছেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোকছেদুল মোমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিম আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকি, উপজেলা কৃষি অফিসার শাহিনা বেগম, উপজেলা মৎস্য অফিসার সানি খান মজলিশ, সৈয়দপুর থানার ওসি আবুল হাসনাত খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক মহসিনুল হক মহসিন, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু, পৌর আওয়ামীলীগের সাধারণ স¤পাদক মোজাম্মেল হক, আওয়ামী লীগের অন্যতম নেতা হিটলারের চৌধুরী ভোলু সহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। 

এর আগে দুপুরে দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে হত্যা দিবসের আলোচনা সভা হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আজাহারুল ইসলাম। সভার শুরুতে ১৯৭১ সালের ২৫ মার্চ গণহত্যার শিকার শহীদদের স্বরনে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং প্রামান্যচিত্র প্রদর্শণ করা হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আব্দুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খন্দকার নাহিদ হাসান, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক, বীর মুক্তিযোদ্ধা কান্তি ভূষণ কুন্ডু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার প্রমুখ।# 


পুরোনো সংবাদ

নীলফামারী 4081258910775916718

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item