কালীগঞ্জে ঐতিহাসিক ৭ ই মার্চ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


নূর আলমগীর অনু, লালমনিরহাট-লালমনিরহাটের কালীগঞ্জে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে সকাল ১১ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 


উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাহবুজ্জামান আহমেদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওসি আরজু মোঃ সাজ্জাদ হোসেন। আরোও উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন রহমান, তুষভান্ডার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর ইসলাম আহমেদ, প্রেসক্লাব সভাপতি আমিরুল ইসলাম হেলাল সহ উপজেলা আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধা বৃন্দ।


এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ভাষণ ছিল বাঙ্গালী জাতির মুক্তি সনদ। ৭ মার্চের ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণে রেসকোর্সের জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির পিতা প্রদান করছিলেন স্বাধীনতার পথ-নকশা। যুদ্ধ অনিবার্য জেনে তিনি শত্রুর মোকাবিলায় বাঙালি জাতিকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছিলেন- ‘তোমাদের যা কিছু আছে, তা-ই নিয়ে প্রস্তুত থাক।’ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের এই সম্মোহনী আহ্বানে সাড়া দিয়ে বাঙালি জাতি সশস্ত্র মুক্তিযুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেন। ২৫ মার্চ কালোরাতে পাকিস্তানি সামরিক জান্তা গণহত্যা শুরু করলে জাতির পিতা ২৬ মার্চের প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা দেন। শুরু হয় মুক্তিযুদ্ধ। নয় মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধে ৩০ লাখ মানুষ শহিদ হন। দুই লাখ মা-বোন সম্ভ্রমহারা হন। বহু ত্যাগের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আমরা চূড়ান্ত বিজয় অর্জন করি। পরাধীনতার শৃঙ্খল থেকে ছিনিয়ে আনি মহান স্বাধীনতা, বাঙালি জাতি পায় মুক্তির কাঙ্ক্ষিত স্বাদ। প্রতিষ্ঠা পায় স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ। 

পুরোনো সংবাদ

লালমনিরহাট 80228510489885180

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item