রংপুরে পুকুর খুঁড়তেই মিলল ২০০ বছর আগের হাতির কঙ্কাল


রংপুর প্রতিনিধি

রংপুরের পীরগাছা উপজেলার অনন্তরাম গ্রামের বুড়ার দিঘি খননকালে প্রায় ২শত বছরের বেশি পুরনো একটি হাতির কঙ্কাল উদ্ধার করা হয়েছে।

শুক্রবার(১২ ফেব্রুয়ারি) দুপুরে শ্রমিকরা পুকুর খনন করে মাটি তোলার সময় পুরানো হাতির কঙ্কালগুলি উদ্ধার করা হয়।

পুকুরের মালিক আব্দুর রহমান জানান, দুইশত বছর আগেও এটি পুকুর ছিলো। কালের বিবর্তনে পুকুরটি ভরাট হয়ে যায়। গত এক মাস ধরে আবারো পুকুরটি খনন কাজ শুর করা হয়। শুক্রবার পুকুরের উত্তর প্রান্তে প্রথমে শ্রমিকরা মাটি কর্তনের কাজ করার সময় একটা শক্ত বস্তুর সন্ধান পায়। পরে সর্তকতার সাথে খনন করে কিছু কঙ্কাল দেখা যায়। এ সময় একে একে আরো বড় বড় কঙ্কাল উদ্ধার করা হয়। সম্পূর্ণ কঙ্কালগুলি একটি হাতির। কঙ্কালগুলির মধ্যে চোয়াল, পাজরের হাড় ও সম্পূর্ণ শুরটি স্পষ্ট দেখা যায়।

পুকুর পাড়ের বাসিন্দা ও হামিদের বড় ভাই আব্দুল আউয়াল(৬০) বলেন, দাদার কাছে শুনেছি প্রায় ২শত বছর আগে পুকুর পাড়ে জাম গাছের তলে জমিদার হাতি বেঁধে রখেছিলেন। এ সময় পাশে দিয়ে ট্রেন যাওয়ার সময় হর্ণ দেয়। শব্দ শুনে হাতি পুকুরে লাফ দেয়। পরে হাতিটি উঠাতে না পাড়ায় সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় পুকুরেই হাতিটি মাটি চাপা দিয়ে রাখা হয়।


সেই সময় থেকে পুকুরটি বুড়ার দিঘি নামে এলাকায় পরিচিত। এ সংবাদ ছড়িয়ে পড়লে এলাকার মানুষ কঙ্কাল দেখতে ভিড় জমায়।


পুরোনো সংবাদ

রংপুর 7523582345949480677

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item