পার্বতীপুর পৌরসভা ও শ্যামল বাংলা গ্রীন প্রকল্পের যৌথ ব্যবস্হাপনায় বর্জ ফেলার বিন বিতরণ


এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ


দিনাজপুরের পার্বতীপুর পৌরসভা ও শ্যামল বাংলা গ্রীন (ঝঅইটঔ) প্রকল্পের সার্বিক ব্যবস্পহানায় সঠিক বজ্য ব্যবস্হাতনার জন্য বিন বিতরন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৪টায় পার্বতীপুর শহরের পুরাতন বাজার ঈদগাহ মাঠে পৌরসভার ওয়ার্কিং কমিটির ৫নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় শ্যামল বাংলা গ্রীন প্রকল্প, ল্যাম্প হাসপাতাল ও পৌরসভার সহযোগিতায় বিন বিতরনী অনুষ্ঠানের শুভ উদ্বোধন । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র এ জেড এম মেনহাজুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ল্যাম্প হাসপাতালের কমিউনিটি হেল্থ এন্ড ডেভলপমেন্ট এর পরিচালক লিটন বালা, ওয়াকিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, সবুজ প্রকল্পের ব্যবস্হাপক সজল বৈদ্য, আব্দুস সাত্তার টেকনিক্যাল কো-অর্ডিনেটর শ্যামল বাংলা গ্রীন (সবুজ প্রকল্প) ওয়ার্কিং কমিটির সাধারন সম্পাদক এ কে এম শফিউল করিম, প্রভাষক আনোয়ারুল কবির বাদল, সবুজ দলের সদস্য পান্না রানী তার অনুভুতির কথা তুলে ধরেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তানিয়া আক্তার সিএফ। প্রধান অতিথি পৌর মেয়র এ জেড এম মেনহাজুল হক বলেন পৌরবাসীর বর্জ্য সুব্যবস্হাপনার জন্য তিনটি রঙের ৪টি বিন সরবরাহ করা হয়েছে। বিন ৪টিতে ২টি সবুজ রঙের যার মধ্যে পঁচনশীল বর্জ্য, হলুদ রঙের মধ্যে পুনঃব্যবহারযোগ্য বা পনঃচক্রয়ানযোগ্য বর্জ্য এবং একটি লাল রঙের যার মধ্যে ঝুঁকিপুর্ণ বর্জ্য ফেলার কথা বলেন। পৌরসভার ৯টি ওয়ার্ডে পর্যায়ক্রমে এই কার্যক্রম চলবে।

পুরোনো সংবাদ

দিনাজপুর 6765700867485847696

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item