ডোমারে নাট্য সমিতির প্রযোজনায় নাটক “নৃপতি” মঞ্চস্থ


আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>

“আগুনের পরশ মনি ছোঁয়ায় প্রাণে, এ জীবন পূর্ণ করো দহন দানে” ১শত ২৮ বছরের ঐতিহ্যবাহী ডোমার নাট্য সমিতির নব-নির্বাচিত কমিটির প্রথম প্রযোজনা নন্দিত কথাসাহিত্যিক হ‌ুমায়ূন আহমেদ রচিত প্রথম মঞ্চনাটক ‘নৃপতি’ মঞ্চায়ন করা হয়েছে।

শনিবার (৫ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন, নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন। এ সময় নাট্য সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চয়ন, নাট্য সম্পাদক মোজাফ্ফর আলী প্রমূখ বক্তব্য রাখেন। পরে প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ রচিত মিজানুর রহমান সোহাগ ও আরমিন আক্তার জাহানের নির্দেশনায় নাটক “নৃপতি” মঞ্চায়ন করা হয়। 

নব্বই দশকে স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে প্রতিবাদ, শাসকদের একনায়কতন্ত্র ও খেয়ালিপনা হুমায়ূন আহমেদ তাঁর নিজস্ব সাহিত্যরসে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করেছেন ‘নৃপতি’ নাটকটিতে।


নাটকে  মিজানুর রহমান সোহাগ, জাকিয়া বেগম চান্দা, শুভ ভৌমিক, মাসুদ বীন আমিন সুমন, রওশন রশিদ, সোহেল এসকে, সফিয়ার রহমান সফি, আরমিন আক্তার জাহান, আনিছুর রহমান মানিক, মিস্টি, স্বপ্নীল, প্রার্থনা, নিমাই মূখ্য চরিত্রে অভিনয় করেন। পোষাক পরিকল্পনায় ও আবহ সঙ্গীতে ছিলেন, পরশ কুমার চন্দ্র। 


পুরোনো সংবাদ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি 4536956483344050899

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item