নীলফামারীতে পূজায় ৪০০ পরিবারে খাদ্য সহায়তা


ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী॥
নীলফামারীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দরিদ্র সনাতন ধর্মাবলম্বী ৪০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে জেলা প্রশাসন। আজ সোমবার(২৬ অক্টোবর/২০২০) দুপুরে শহরের কালিবাড়ি মন্দির চত্বরে ওই সহায়তা বিতরণ করেন জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী।  

এসময় জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অক্ষয় কুমার রায়ের রায়ের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আজাহারুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শান্তনা চক্রবর্তী, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রমেন্দ্র নাথ বর্ধন, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মৃণাল কান্তি রায়, পৌর কমিটির সাধারণ সম্পাদক কাজল কুমার রায়, কালিবাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক তাপস কুমার সাহা, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রত্না সিনহা প্রমুখ।

জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অক্ষয় কুমার রায় জানান, ওই অনুষ্ঠানে দুর্গাপূজা উপলক্ষে দরিদ্র সনাতন ধর্মালবলম্বী ৪০০ পরিবারের পাঁচ কেজি করে চাল প্রদান করেছেন জেলা প্রশাসক। #


পুরোনো সংবাদ

নীলফামারী 1852958791046212440

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item