জলঢাকায় মুজিববর্ষ উপলক্ষে উপজেলা স্কাউসের বৃক্ষরোপণ ও চারা বিতরন




মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ
"মুজিববর্ষের আহবান - লাগাই গাছ বাড়াই বন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ ও চারা বিতরন করা হয়েছে। আজ রবিবার (৪ অক্টোবর) সকালে উপজেলার অনির্বান বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয় মাঠে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মেজর রানা মোহাম্মদ সোহেল (অবঃ)। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটস এর সভাপতি মাহবুব হাসানের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহীদ হোসেন রুবেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ, উপজেলা জাপার সদস্য সচিব অধ্যাপক মমিনুল ইসলাম মঞ্জু, প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী রোকন,  

উপজেলা বন কর্মকর্তা একেএম রেজাউল ইসলাম, উপজেলা স্কাউটসের কমিশনার বঙ্কিমচন্দ্র রায়, সম্পাদক মর্তুজা ইসলাম, যুগ্ম সম্পাদক ফেরদৌস আলম, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, কাব লিডার রমানাথ রায়, স্কাউটস লিডার শাহীনুর রহমান ও তাহাজুল ইসলাম প্রমুখ। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নাই উল্লেখ করে এমপি মেজর রানা মোহাম্মদ সোহেল ১টি গাছ কাটলে ২টি গাছ লাগানোর আহবান জানান। উপজেলা বনবিভাগের সহযোগিতায় উপজেলা স্কাউটস ১ হাজার গাছের চারা বিতরন করে। এসময় স্কাউটস সম্পাদক মর্তুজা ইসলাম জানান, এর আগে  মুজিববর্ষ উপলক্ষে উপজেলা স্কাউটস সকল ইউনিটের আওতায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আরো ৪ হাজার ফলজ, বনজ ও ওষধি গাছের চারা বিতরন করে।

পুরোনো সংবাদ

নীলফামারী 7552025689360991518

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item