ডোমারে বন্যপ্রাণী শিকারের দায়ে ৩ জনের ভ্রাম্যমান আদালতে জেল


আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>

নীলফামারীর ডোমারে বন্যপ্রাণী শিকারের দায়ে ৩জনকে ভ্রাম্যমান আদালতে কারাদন্ড প্রদান করেন ভ্রম্যমান আদালতের বিচারক মনোয়ার হোসেন।

জানা যায়, শনিবার (৩১অক্টোম্বর) সকাল ১১টার দিকে ৩ জন শিকারী গ্রামের বিভিন্ন এলাকা থেকে বণ্যপ্রাণী শিকার করে। সংবাদ পেয়ে বন বিভাগের কর্মকর্তা রেজাউল করিমসহ অন্যান্য কর্মচারীগণ তাদের বোড়াগাড়ী নদীর পাড় হতে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১৫টি বগ ও ৬টি ডহুক পাখী উদ্ধার করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্্িরকিউটিভ ম্যাজিষ্ট্রেট মনোয়ার হোসেন ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে বণ্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ এর ৬/১ ধারা লঙ্ঘনে ৩৪ এর (ক) ধারা মোতাবেক ৩ শিকারীকে ৩দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার সোনারায় ইউনিয়নের কুমবাড়ী ডাঙ্গা এলাকার মৃত কাল্টু মামুদের ছেলে ইউনুছ আলী (৪৮) ও তার ছেলে মহসীন আলী (২০), সদর ইউনিয়নের পঃ চিকনমাটি পাটাকাটা গ্রামের শহীদ ইসলামের ছেলে আনোয়ার হোসেন সাগর (৩০)। পরে সমস্ত পাখীগুলো অবমুক্ত করা হয়। ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের জেলা কারাগারে পাঠানো হয়। 


পুরোনো সংবাদ

নীলফামারী 4396046741474273139

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item