ফুলবাড়ীর শাখা যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে এক যুবক নিখোঁজ


মেহেদী হাছান উজ্জল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী শাখা যমুনা নদীতে মাছ ধরতে এসে সুমন (৩০) নামে এক যুবক নিখোঁজ হয়েছে। 

সোমবার (১২ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর শাখা যমুনা নদীর বেলতলি বালুর ঘাটে এই দুঘর্টনা ঘটে। 


প্রত্যক্ষদর্শিরা জানায় নদীতে জাল ফেলতে নেমে সে আর উঠতে পারেনি।

মাছ ধরতে এসে নিখোজ সুমন উপজেলার রাঙ্গামাটি সোয়ানী গ্রামের মৃত সামসুল আলমের ছেলে। তার ঘরে স্ত্রীসহ ৭ বছরের একটি ছেলে রয়েছে।


নিখোজ সুমনের চাচাতো ভাই গোলজার হোসেন বলেন সোমবার সকাল ১০ টায়, সুমনসহ তার  ছেলে আশিকসহ মাছ ধরার জন্য ফাঁশিজাল ছেড়ে দেয়ার জন্য নদিতে নামে, জাল ছেড়ে দেয়ার সময সুমন জালের সাথে জড়িয়ে পানিতে ডুবে যায়। এসময় সুমনকে উদ্ধার করতে না পেরে, ফুলবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনকে খবর দেয়া হয়, ফায়ার সার্ভিস ষ্টেশনের উদ্ধার কর্মিরাও এখন প্রর্যন্ত সুমনকে নদী থেকে উদ্ধার করতে পারেনি।


ফুলবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বলেন, উদ্ধার অভিযান চলছে, কিন্তু ঘটনাস্থলটি অতিগভির হওয়ায়, তিনি গাইবান্ধা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিয়েছেন, ওই দলটি আসলেই তাকে উদ্ধার করা হবে। এই রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার অভিযান চলছিল।


এদিকে নদীতে মাছ ধরতে নেমে নিখোজ হওয়া সুমনের বেচেঁ থাকার আশা ছেড়ে দিয়ে, মৃতদেহের জন্য নিখোজ সুমনের স্বজন ও প্রতিবেশিরা নদীর ধারে অপেক্ষা করতে দেখা যায়। এছাড়া আশপাশের প্রতিবেশি পরিচিতজনেরাও নদীর ধারে ভিড় জমায়।


পুরোনো সংবাদ

নির্বাচিত 8862847976694703540

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item