পাগলাপীরে ভারী বর্ষণে নিম্নাঞ্চলের ঘর-বাড়ীর আঙ্গিনায় পানি থৈ থৈ


হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ
রংপুরের পাগলাপীরে ভারী বর্ষণে পানিতে নিম্নাঞ্চলের ঘর-বাড়ী আঙ্গিনায় পানি থৈ থৈ করায় পানি বন্দি মানুষজনের জীবনযাত্রা বিপন্ন হয়ে পরছে এবং আদা, বেগুন, শাক-সবজি সহ মৌসুমী নানা শস্য পানিতে তলিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির শিকার হচ্ছেন কৃষকরা। জানা গেছে গতকাল শুক্রবার সহ টানা কয়েকদিন ধরে নিরবিচ্ছিন্ন ভাবে ভারী বর্ষণ হচ্ছে।  ভারী বর্ষণের পানিতে পাগলাপীরের গোকুলপুর চওড়াপাড়ায় লুৎফর রহমান, আলতাব মিয়া, মফি মিয়া, মহুবার, আবু বক্কর, জয়নাল, ভোলা, মহাদেবপুর মাহাশ্বপাড়া, চেয়ারম্যানপাড়া, হরকলি, হাজরার ঝাঁড়, বানিয়াপাড়া, মাঝাপাড়া, পীরপাড়া, রতিরামপুর, সহ অঞ্চলের বিভিন্ন স্থানের নিম্নাঞ্চলের শতাধিক পরিবার পানি বন্দি হয়ে পরছে। এছাড়াও রাস্তাঘাট গুলোতে হাঁটু পানি কোথাও কোথাও পায়ের গোড়ালী পর্যন্ত পানি জমে উঠে মানুষজনের দূর্ভোগ বেড়েই চলছে। অন্যদিকে আদা, বেগুন, পটল, পুঁইশাক, লাল শাক, মুলাশাক সহ নানা মৌসুমী শস্য পানিতে তলিয়ে যাওয়ায় কৃষিকরা ক্ষেতের ফসল নিয়ে দুঃচিন্তা করছেন। 


পুরোনো সংবাদ

রংপুর 6332244125768582616

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item