কয়েকদিনের টানা বর্ষন ও ভারি বৃষ্টিপাতের কারণে সড়ক ধসে চলাচল বন্ধ


মোঃ শামীম হোসেন বাবু,কিশোরগঞ্জ, (নীলফামারী) সংবাদদাতা-
কয়েকদিনের টানা বর্ষণ ও ভারি বৃষ্টিপাতের কারণে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কিশোরগঞ্জ বাহাগিলি ইউনিয়ন পরিষদ যাওয়ার একমাত্র সড়কটি ধসে যাওয়ায় ভারি যান চলাচল বন্ধ রয়েছে। ফলে চরম ভোগান্তিতে পরেছে বাহাগিলি ইউনিয়নের প্রায় ১০ হাজার মানুষ। 

উপজেলা এলজিইডি সূত্রে জানা গেছে, ২০১৮-১৯ অর্থবছরে বাহাগিলি-কিশোরগঞ্জ সড়কটির বড়পুলের মোকা হতে ময়দানের পাড় পর্যন্ত এক কিলোমিটার সড়কটি সংস্কার করার জন্য প্রায় এক কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। গত এক বছর আগে সড়ক সংস্কার কাজের ঠিকাদার সড়কটি মাহিন্দ্র ট্রাক্টর দিয়ে চাষ করে খোয়া বিছিয়ে রেখে সড়কটি চলাচলের অনুপযোগী করে কাজ বন্ধ রেখে চলে যায়। গত সোমবার থেকে আজ শনিবার পর্যন্ত বিরামহীন টানা বর্ষন ও ভারি বৃষ্টিপাতের কারণে সড়কটির বড়পুলের মোকা হইতে ছাদরের মোড় পর্যন্ত ১০ থেকে ১৫ টি জায়গা ধসে গিয়ে ভারি যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বাহাগিলি ইউনিয়নের উত্তর দুরাকুটি গ্রামের আলম হোসেন, সোহরাব মিয়া, মশিয়ার রহমান সহ অনেকেই বলেন, সড়কটি সংস্কার করার জন্য গত দুই বছর আগে সরকারীভাবে বরাদ্দ আসলেও অদৃশ্য কারণে সড়কটির কাজ বন্ধ থাকায় এলাকাবাসী চরম ভোগান্তিতে পরে। তার উপর গত কয়েকদিনের টানা বর্ষন ও ভারি বৃষ্টিপাত হওয়ায় সড়কটির বিভিন্ন অংশ ধসে গিয়ে যান চলাচল বন্ধ হয়ে পরেছে। উপজেলা প্রকৌশলী মোঃ মজিদুল ইসলাম বলেন, ভারি বৃষ্টিপাতের কারণে সড়কটি ধসে গিয়ে যান চলাচল বন্ধ হয়ে পরেছে শুনেছি। আগামী কাল অফিসে এসে সড়কটি মেরামত করে লোকজনের চলাচলের ব্যবস্থা করা হবে। 


পুরোনো সংবাদ

নীলফামারী 8612573004296944482

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item