কালীগঞ্জে চিকিৎসা সহায়তার চেক বিতরণ


নূর আলমগীর অনু,লালমনিরহাট প্রতিনিধি -লালমনিরহাটের কালীগঞ্জে  বিভিন্ন রোগে আক্রান্তদের মাঝে সমাজকল্যাণ মন্ত্রনালয়ের আওতায় আর্থিক চিকিৎসা  সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

৯ ই সেপ্টেম্বর ( বুধবার) সকাল ১০ টায় কাকিনা ইউনিয়ন পরিষদ চত্বরে অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কাকিনা ইউনিয়ন আঃ লীগের সাধারণ সম্পাদক শহিদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে মুঠোফোনে বক্তব্য দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি, সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান তাহির তাহু। আরো বক্তব্য রাখেন কাকিনা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফেরাজুল ইসলাম মানিক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।
উপস্থিত ছিলেন, কাকিনা ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুক হোসেন সহ ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

এ সময় তাহির তাহু বলেন, এ সরকারের কোন বিকল্প নেই। আমাদের প্রিয় অভিভাবক মাননীয় সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ  আদিতমারী কালীগঞ্জে এ রকম অসংখ্য চিকিৎসা সহায়তার চেক বিতরণ করেছেন। বর্তমানে করোনার কারনে তিনি নিজে আসতে না পারায় এসকল চেক বিভিন্ন নেতাকর্মীদের মাধ্যমে বিতরণ করছেন। 

চেক বিতরণ অনুষ্ঠানে  ২৯ জন রোগীদের মধ্যে  ৫০ হাজার টাকা করে মোট ১৪ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। 

চেক বিতরণ অনুষ্ঠানটি সন্চালনা করেন জেলা যুবলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মজনু আলী শেখ।

পুরোনো সংবাদ

স্বাস্থ্য-চিকিৎসা 9105288470082206772

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item