নীলফামারীতে পৌর আওয়ামী লীগের ১০ হাজার বৃক্ষরোপন শুরু

নীলফামারী প্রতিনিধি।  নীলফামারীতে ১০ হাজার গাছের চারা রোপন ও বিতরণ শুরু করেছে পৌর আওয়ামী লীগ। আজ রবিবার বেলা ১১টার দিকে শহরের চৌরঙ্গী মোড়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে কর্মসূচির উদ্বোধন করা হয়। মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত এক কোটি গাছের চারা রোপনের অংশে ওই কর্মসূচি গ্রহন করে। 

নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের সহযোগিতায় গৃহিত কর্মসূচির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক। এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, জেলা ছাত্রলীগের সাবেক জেষ্ঠ সহ সভাপতি  লিমন তালুকদার প্রমুখ।

উদ্বোধন শেষে শহরের চৌরঙ্গী মোড় থেকে গাছবাড়ি পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কের পাশের বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠান ও বাসা-বাড়িতে দুই হাজার গাছের চারা বিতরণ করা হয়।

পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন বলেন, সংসদ সদস্য আসাদুজ্জামন নূরের আর্থিক সহযোগিতায় পৌর আওয়ামী লীগ ১০ হাজার গাছের চারা রোপন ও বিতরণ কর্মসূচি শুরু করে। উদ্বোধনী দিনে বিভিন্ন প্রজাতির দুই হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। #


পুরোনো সংবাদ

নীলফামারী 6416405714471867641

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item