কুড়িগ্রামে করোনা ও বন্যায় ক্ষতিগ্রস্থ নারীদের মাঝে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ
কুড়িগ্রাম প্রতিনিধিঃ -
কুড়িগ্রামে করোনা ও বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় নারীদের মাঝে স্বপ্ন প্রকল্পের উদ্যোগে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) দুপুরে সদর উপজেলার বেলগাছা ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এ কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল ইসলাম, স্বপ্ন প্রকল্পের আনঞ্চলিক সমন্বয়কারী আহমেদুল কবীর আকন ও ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান।
ইউএনডিপি’র অর্থায়নে জেলা প্রশাসন ও স্থানীয় সরকার বিভাগের বাস্তবায়নে স্বপ্ন প্রকল্পের আওতায় জেলার ৯ উপজেলার ৭২টি ইউনিয়নের ৫ হাজার ২শ ৫৬ জন অসহায় নারীকে এ সহায়তা দেয়া হবে। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ১২ কেজি চাল, ৬ কেজি আটাসহ আলু, ডাল, চিনি, লবণ, তেল, চিড়া, সাবান, হ্যান্ড স্যানিটাইজার ও মাক্স।
বেসরকারী সংগঠন ইএসডিও কুড়িগ্রাম জেলায় বাস্তবায়নকারী সহযোগী হিসেবে কাজ করছে।