কুড়িগ্রামে গলায় ফাঁস দিয়ে দ্বাদশ শ্রেণির ছাত্রীর আত্মহত্যা
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় গলায় ফাঁস দিয়ে শারমিন আখতার (২১) নামের এক মাদ্রাসা ছাত্রী আত্মহত্যা করেছেন।
নিহত শারমিন কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের বাকারা মধুপুর গ্রামের শফিয়ার রহমানের মেয়ে। সে ঐ এলাকার লতিফ রাজিয়া ফাজিল মাদ্রাসার দ্বাদশ শ্রেণির ছাত্রী।মঙ্গলবার (১১ আগস্ট) সকালে গলায় ওড়না পেঁচানো অবস্থায় নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন। স্থানীয় ইউপি সদস্য শাহের আলী ও পরিবার সূত্রে জানা যায়, গত দুই বছর আগে নিহত শারমিনের বিয়ে হয় তার নিজের মামা রাজারহাট উপজেলার ফরকেরহাট ইউনিয়নের বাসিন্দা আব্দুল হাকিমের ছেলে রোমানের সাথে। বিয়ের পর মাস খানেক সংসার করার পর স্বামীর বাড়িতে না থেকে সে বাবার বাড়ীতে চলে আসেন। তবে কি কারনে সে আত্মহত্যা করেছে এ বিষয়ে কোন কিছুই বলতে পারছে না তার পরিবার।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোয়াজ্জেম হোসেন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।