সড়ক দূর্ঘটনায় রেলওয়ের সহকারী লোকোমাষ্টারের মর্মান্তিক মৃত্যু

 পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ 


সড়ক দূর্ঘটনায় রেলওয়ের এক সহকারী লোকোমাষ্টারের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ রবিবার সন্ধ্যা রাতে পার্বতীপুর-সৈয়দপুর সড়কের চৌমহনী নামক স্হানে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে৷চৌমুনিতে ট্রাক্টর ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেলের চালক রেলওয়ের সহকারী লোকোমাষ্টার (এ এল এম গ্রেড-২) সুমন আহম্মেদ তুষার (৩০) ঘটনাস্হলেই মৃত্যু বরন করেন। তিনি পার্বতীপুর উপজেলার পৌরসভাধীন গুলপাড়া মহল্লার অবসর প্রাপ্ত রেলওয়ে কর্মচারী জুলফিকার মিয়ার ছেলে।


জানা যায়, রবিবার সন্ধ্যা রাতে তুষার মোটর সাইকেলে  তার এক বোন ও ভাগ্নীকে  নিয়ে সড়ক পথে পার্বতীপুর থেকে সৈয়দপুর অভিমুখে যাওয়ার পথে পার্বতীপুর-সৈয়দপুর সড়কের চৌমুনি নামক স্থানে পৌঁছালে অপর দিক থেকে আসা একটি ইট বহনকারী ট্রাক্টরের সাথে মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় এবং গুরুতর আহত হয়ে ঘটনাস্হলেই মটর সাইকেল চালক তুষারের মর্মান্তিক মৃত্যু ঘটে। তিনি পার্বতীপুর রেলওয়ে লোকোসেডে সহকারী লোকোমাষ্টার (এএলএম গ্রেড-২) পদে কর্মরত ছিলেন।  দূর্ঘটনায় মৃত্যু তুষারের মোটর সাইকেলে থাকা বোন ও ভাগ্নীকে উদ্ধার করে স্হানীয় হাসপাতালে নেওয়া হয়। তাদের অবস্থা আশংকা মুক্ত বলে জানা গেছে৷অন্যদিকে ঘাতক  ট্রাক্টরটিকে আটক করা হয়েছে৷ তুষার ছিলেন বিবাহিত এবং গত কয়েক মাস আগে তিনি বিয়ে করেছেন বলে জানা যায়৷

পুরোনো সংবাদ

নির্বাচিত 5647759917329614584

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item