পাগলাপীরে সড়কের কার্পেটিং উঠে মরণ ফাঁদ সৃষ্টি
https://www.obolokon24.com/2020/07/rangpur_11.html
হাবিবুর রহমান সেলিম, পাগলাপীরঃ রংপুর সদর উপজেলার পাগলাপীর হরিদেবপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পীরপাড়া মোড়ে সড়কের কার্পেটিং, পাথর, খোয়া উঠে গর্ত নামক মরণ ফাঁদ সৃষ্টি হয়ে পরায় যানজট দূর্ঘটনা বেড়েই চলছে। চলতি জুলাই মাসের গত তিন সপ্তাহে ১০টি সড়ক দূর্ঘটনা ঘটেছে। এর মধ্যে রিক্সা-ভ্যান ৩টি, ৪টি অটো চার্জার ও ৩টি মটরসাইকেল উল্টে আরোহী চালকসহ ৫০যাত্রী দূর্ঘটনার শিকার হয়েছে। জানাগেছে পাগলাপীর-পানবাজার সড়কটি জেলার একটি জনগুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম সড়ক। উক্ত সড়কে বাস, কোচ, ট্রাক, কার, মাইক্রো, অটো, সিএনজি, রিক্সা, ভ্যানসহ নানা যানবাহন প্রতিনিয়ত চলাচল করছে। সড়কের পাগলাপীরের পীরপাড়া মোড়ে কার্পেটিং,পাথর, খোয়া উঠে ৪/৫টি ছোট বড় গর্তের সৃষ্টি হয়ে পরেছে। এর মধ্যে একটি গর্ত প্রায় ৩০ফিট লম্বা এবং ৩ফিট পর্যন্ত গভীর। এর ফলে উক্ত সড়কের উপর দিয়ে বিভিন্ন যানবাহন প্রতিনিয়ত চলাচল করতে গিয়ে ছোট বড় দূর্ঘটনা সহ নানা অপ্রীতিকর ঘটনা ঘটছে। এ ব্যাপারে সড়কে চলাচলরত স্থানীয় বিভিন্ন মহল সড়কটি সংস্কারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।