ভূরুঙ্গামারীতে ২ জুয়ারী আটক, ভ্রাম্যমান আদালতে সাজা
https://www.obolokon24.com/2020/07/kurigram_29.html
কুড়িগ্রামে ভূরুঙ্গামারীতে জুয়ার আসর থেকে দুই জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ। ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে আটক কৃতদের সাজা প্রদান করা হয়েছে। আটক দুই ব্যক্তি হলো উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের মৃত বাহার উদ্দিনের পুত্র আব্দুল কাদের (৩৮) । অপর জন একই গ্রামের হযরত আলীর পুত্র মানিক (৩৫)।
সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, মঙ্গলবার (২৮ জুলাই ) রাত ৯ টায় গোপন সংবাদের ভীত্তিতে ভূর“ঙ্গামারী থানার ওসি মুহাঃ আতিয়ার রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন সীমান্ত— ডায়াগনিষ্টিক সেন্টার এর সামন থেকে জুয়া খেলার সময় হাতে নাতে জুয়াড়িদের আটক করে থানায় নিয়ে আসে।
পরে রাত সাড়ে ৯টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে প্রত্যেককে তিন দিনের কারাদন্ডাদেশ প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরজুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ' বংগীয় প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭ এর ৪ ধারা মোতাবেক এই সাজা প্রদান করা হয়েছে।