নাতনীর বাড়ি থেকে বাড়ি ফেরা হলোনা ৭৫ বছরের বৃদ্ধা চিনু বালার
https://www.obolokon24.com/2020/07/death_9.html
কিশোরগঞ্জ(নীলফামারী)সংবাদদাতাঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় নাতনীর বাড়ি থেকে বাড়ি ফেরার সময় ভ্যান থেকে পড়ে গিয়ে চিনু বানা (৭৫) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার রাত ৮ টার দিকে চাঁদখানা ইউনিয়নের সিংগিমারী দোলা নামক স্থানে দূর্ঘটনাটি ঘটে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, গত সোমবার বিকালে কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের বাসিন্দা ভরচ চন্দ্রের স্ত্রী চিনু বালা (৭৫) তাঁর মেয়েদের সাথে বাহাগিলি ইউনিয়নের ঝলঝলিপাড়ায় তাঁর নাতনীর বাড়ি বেড়াতে যায়। নাতনীর বাড়িতে দুদিন অবস্থান করার পর বুধবার সন্ধ্যার পর ভ্যান যোগে নাতনীর বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিল। এসময় বাহাগিলি- মাগুড়ার মাঝখানে চাঁদখানা ইউনিয়নের সিংগিমারির দোলা নামক স্থানে ভ্যানটি খাদে পরে গেলে ওই বৃদ্ধা ভ্যান থেকে ছিটকে পড়ে গিয়ে গুরুত্বর আহত হয়। পরে তাঁকে উদ্ধার করে কিশোরগঞ্জ হাসপাতালে নিয়ে আসার আগেই রাস্তায় তাঁর মৃত্যু হয়।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম হারুন অর রশিদ ভ্যান থেকে পরে গিয়ে ওই বৃদ্ধার মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেন।
মোঃ শামীম হোসেন বাবু,অবলোকন