দিনাজপুরের নবাবগঞ্জে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
https://www.obolokon24.com/2020/07/death_25.html
দিনাজপুরের নবাবগঞ্জে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে রাহাত বিন মাবিল(৭) নামক এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের শাল্টিমুরাদপুর গ্রামের মোঃ মাহাবুল আলমের পুত্র। শনিবার বেলা ১২টার সময় ঐ শিশুর বাড়ীর পার্শবর্তী পুকুরে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে ঐ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আসমান জামিল জানান- ঐ শিশু তার প্রতিবেশী অন্যান্য শিশুদের সাথে বাড়ীর পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে যায়। গোসল করার এক সময় প্রতিবেশী শিশুদের অঘচরে সে পানিতে তলিয়ে যায়। পরে বাড়ীতে ফিরতে দেরি হওয়ায় শিশুটির অভিভাবক সহ প্রতিবেশীরা খোঁজাখুজির এক পর্যায়ে পানির নিচ থেকে শিশুটিকে উদ্ধার করে নিশ্চিত হয় তার মৃত্যু হয়েছে।