নীলফামারীতে তাঁতীলীগের সভাপতি সহ নতুন করে ৪জন করোনা পজেটিভ


নীলফামারী প্রতিনিধি॥ নীলফামারী জেলায় নতুন করে ৪জন করোনা পজেটিভ এসেছে। আজ বুধবার(২২ জুলাই/২০২০) রাত ৮টায় সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের রির্পোটে নতুন ৪জন করোনা পজেটিভের মধ্যে নীলফামারী পৌরসভার মেয়র, জেলা আওয়ামলীগের সভাপতি ও ম্যাব সভাপতি দেওয়ান কামাল আহমেদের ছোট ভাই জেলা তাঁতীলীগের সভাপতি দেওয়ান সেলিম আহমেদ(৫৫) করোনা আক্রান্ত হয়েছে। এছাড়া নীলফামারী উত্তরা ইপিজেডের এভারগ্রীন প্রোডাক্টস ফ্যাক্টরী (বিডি) লিঃ’এর একজন কর্মচারী, ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের দক্ষিণ খড়িবাড়ি গ্রামের একজন ও জলঢাকা উপজেলার মাথাভাঙ্গা এলাকায় একজন।
জেলা স্বাস্থ্য বিভাগের সূত্র মতে, এ পর্যন্ত নীলফামারী জেলায় সর্বমোট করোনা আক্রান্তের সংখ্যা ৬০০ জন। নীলফামারী সদরে ২৭৫জন, জলঢাকা উপজেলায় ৯৩জন, সৈয়দপুর উপজেলায় ৮১জন, ডিমলা উপজেলায় ৬২জন, ডোমার উপজেলায় ৫১জন ও কিশোরীগঞ্জ উপজেলায় ৩৮জন। এর মধ্যে সুস্থ্য হয়ে ফিরে গেছে ৪৬৮। চিকিৎসাধীন রয়েছে ৯১জন। এরমধ্যে ঢাকা ও রংপুরে চিকিৎসাধীন রয়েছে ২৯ জন। মৃত্যু হয়েছে ২ নারীসহ ৯ জন। এছাড়া নীলফামারী উত্তরা ইপিজেডে ৫৫ জন চীনা নাগরিক সহ এ পর্যন্ত উত্তরা ইপিজেডে করোনা আক্রান্ত হয়েছে ৯৮জন।

পুরোনো সংবাদ

হাইলাইটস 5035275964501164913

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item