পীরগাছায় পল্লী চিকিৎসকের করোনা পজিটিভ নমুনা দেয়ার পর রোগী দেখলেন শতাধিক

পীরগাছা(রংপুর) প্রতিনিধি 

রংপুরের পীরগাছায় এক পল্লী চিকিৎসকের করোনা পজিটিভ হয়েছে। করোনা শনাক্তের নমুনা দেয়ার পরও শতাধিক রোগী দেখার ঘটনায় এলাকায় সর্বত্র করোনা আতঙ্ক বিরাজ করছে। এ নিয়ে উপজেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৫৯ জনে।

বুধবার (২২ জুলাই) দুপুরে পল্লী চিকিৎসকের করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সানোয়ার হোসেন।

তিনি জানান, উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের তাম্বুলপুর গ্রামের পল্লী চিকিৎসক(৬৫) গত সোমবার জ্বর সর্দি ও কাশি নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। 

মঙ্গলবার সন্ধ্যায় পাওয়া রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। 

ওই পল্লী চিকিৎসক নমুনা দেয়ার দিন ও পরের দিন রির্পোট পাওয়ার আগ মহুর্ত পর্যন্ত শতাধিক রোগী দেখেন।

এ ঘটনায় মঙ্গলবার রাতেই আক্রান্তের বাড়ি লকডাউন করা হয়েছে। 

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত ১ মে উপজেলায় প্রথম করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত ২ ব্যক্তি মারা গেছেন।  অন্যদিকে উপজেলাজুড়ে ৫৯ জন আক্রান্ত হলেও এ পর্যন্ত সুস্থ হয়েছে ৪২ জন। এছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন আরো একজন।

পুরোনো সংবাদ

হাইলাইটস 5094128783725552631

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item