নীলফামারী উত্তরা ইপিজেডে এক চীনা নাগরিক সহ নতুন করে ৫ জন করোনা আক্রান্ত
https://www.obolokon24.com/2020/07/blog-post_95.html
নীলফামারী প্রতিনিধি॥ নীলফামারী উত্তরা ইপিজেডের একজন চীনা নাগরিক সহ জেলায় নতুন করে আরো ৫জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন সত্যতা নিশ্চিত করে জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের নিকট হতে গত ২৪ ঘন্টার নমুনার রির্পোটে এ তথ্য পাওয়া গেছে।
নতুন আক্রান্তদের মধ্যে উত্তরা ইপিজেডের ভেনচুরা লেদারওয়ার ম্যানুফ্যাকচারিং (বিডি) লিঃ (বিভিন্ন ব্যাগ তৈরির শিল্পকারখানা) একজন ৪৫ বছরের চীনা নাগরিক, নীলফামারী পৌরসভার বাবুপাড়ার একজন, সদর উপজেলার সংগলশী ইউনিয়নের বাবুরহাট খয়রাত নগর এলাকার এক নারী সহ দুইজন ও সৈয়দপুর উপজেলা শহরের মিস্ত্রি পাড়ার একজন।
জেলা স্বাস্থ্য বিভাগের সূত্র মতে, আজ মঙ্গলবার পর্যন্ত নীলফামারী জেলায় সর্বমোট করোনা আক্রান্তের সংখ্যা ৪২৩ জন। এর মধ্যে সদরে রয়েছেন ১৪৯ জন, জলঢাকা উপজেলায় ৭৯ জন, সৈয়দপুর উপজেলায় ৬৫ জন, ডিমলা উপজেলায় ৫২ জন, ডোমার উপজেলায় ৪২ জন ও কিশোরীগঞ্জ উপজেলায় ৩৬ জন রয়েছেন। তবে আক্রান্তদের মধ্যে ৩০৪ জন ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মারা গেছেন ১ নারীসহ ৮ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৯৫ জন।
উল্লেখ যে, এ নিয়ে নীলফামারী উত্তরা ইপিজেডে ৭ জন চীনা নাগরিক সহ আক্রান্ত হয়েছে ১৯জন। ৬ জুলাই উত্তরা ইপিজেডের ম্যাজেন (বিডি) ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানীর ৪জন, গত ৩ জুলাই একই কোম্পানীর একজন চীনা নাগরিক সহ ৮ জন, ২ জুলাই একই কোম্পানীর ৪ জন চীনা নাগরিক, ২৯ জুন একজন ৩৭ বছরের চীনা নাগরিক ও ২২ জুন একই কোম্পানীর ওয়ারহাউজের একজন কর্মকর্তার করোনা পজেটিভ হয়। উত্তরা ইপিজেডের ম্যাজেন (বিডি) ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানীর ৬ জন চীনা নাগরিক বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন। #