মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে নীলফামারী উপজেলা পরিষদ চত্বরে ফলজ গাছের চারা রোপন

নীলফামারী প্রতিনিধি॥
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উদযাপন উপলক্ষ্যে নীলফামারীতে ১০০ গাছের চারা রোপন কর্মসূচী শুরু হয়েছে। আজ মঙ্গলবার(৭ জুলাই/২০২০) দুপুরে নীলফামারী সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর ও সদর উপজেলা জামে মসজিদ চত্বরে গাছের চারা রোপন কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বার্হী কর্মকর্তা এলিনা আকতার, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কামরুন হাসান। 
সদর উপজেলা কৃষি কর্মকর্তা কামরুন হাসান জানান, মুজিববর্ষ উপলক্ষে নীলফামারী ৬ উপজেলায় একশটি করে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন কার্যক্রম শুরু করা হয়েছে। গাছের চারা মধ্যে রয়েছে আম, মালটা ও পেয়ারা। তিনি জানান, মুজিববর্ষ ও জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে ইতোমধ্যে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পক্ষে ৬ উপজেলা, ৪ পৌরসভা ও ৬০টি ইউনিয়নের বিভিন্ন কৃষকের মাঝে ৭ হাজার ৫৬০টি গাছের চারা বিতরণ করা হয়েছে। # 

পুরোনো সংবাদ

নীলফামারী 1381353500221186197

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item