নীলফামারীতে নতুন করে পাঁচজন করোনা পজেটিভ


নীলফামারী প্রতিনিধি॥ নীলফামারী জেলায় নতুন করে পাঁচজনের শরীরে করোনা পজেটিভ এসেছে। আজ শনিবার(২৫ জুলাই/২০২০) রাত ৮টায় সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্মন সত্যতা নিশ্চিত করে জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের নিকট হতে প্রাপ্ত রির্পোটে পাঁচজন করোনা পজেটিভদের মধ্যে নীলফামারীর ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের একজন, জলঢাকা উপজেলার মাথাভাঙ্গা এলাকার একজন, কিশোরীগঞ্জ উপজেলার পুটিমারি ইউনিয়নের ভেড়ভেড়ী গ্রামের একজন, সৈয়দপুর উপজেলার দুইজনের মধ্যে লক্ষণপুর কদমতলী এলাকার একজন ও আইসঢাইল সরকারপাড়ার একজন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় করোনায় মোট আক্রান্ত ৬২১ জনের মধ্যে সদরে ২৮৫ জন, ডোমার উপজেলায় ৫৩ জন, ডিমলা উপজেলায় ৬৪ জন, জলঢাকা উপজেলায় ৯৪ জন, কিশোরীগঞ্জ উপজেলায় ৪১ জন ও সৈয়দপুর উপজেলায় ৮৪ জন রয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৫১৩ জন, চিকিৎসাধীন রয়েছেন ৯০ জন, মারা গেছেন ২ নারীসহ ৯ জন। মারা যাওয়া নয়জনের মধ্যে নীলফামারী সদরে এক নারীসহ তিনজন, জলঢাকা উপজেলায় এক নারীসহ দুজন, কিশোরীগঞ্জ উপজেলায় একজন ও সৈয়দপুর উপজেলায় তিনজন রয়েছেন।

পুরোনো সংবাদ

হাইলাইটস 2661999929197894714

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item