চিলাহাটিতে পানিবন্দি ১৮টি পরিবারের বিপর্যস্ত জীবন

আশরাফুল হক কাজল ঃ টানা ৮ দিন পানিবন্দি অবস্থায় রয়েছে ডোমারের চিলাহাটি পশ্চিম ষ্টেশনপাড়ায় ১৮টি পরিবার। বিপর্যস্ত হয়ে পড়েছে এখানকার বসবাসকারি মানুষের জীবন। ঘরের ভিতরে পানি থৈ থৈ করছে। পানিবন্দি হয়ে দুর্বিসহ জীবন যাপন করছে। গত ক’দিন ধরে অবিরাম বৃষ্টির ফলে এ দুর্দশা সৃষ্টি হয়েছে।
পানি নিস্কারনের ব্যবস্থা না থাকায় বর্ষার পানি জমে বসত ঘরের ভিতরে পানি উঠায় গরু,ছাগল,হাঁস,মুরগী,ছেলে,মেয়ে নিয়ে বিপাকে পড়েছে পরিবারগুলি। হাঁটু জল নিয়ে চলাচল করলেও দেখার কেউ নাই। এদিকে পানিবন্দি থাকার কারণে রান্নাবান্না বন্ধ রয়েছে অধিকাংশ পরিবারের। এতে অনাহারে দিন কাটছে তাদের।
অন্যদিকে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে জমে থাকা পানিও দূষিত হয়ে পড়েছে। বিশেষ প্রয়োজনে দূষিত পানি ও কাদা মাড়িয়ে যেতে হয় বাইরে। এতে পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ারও ঝুঁকি বাড়ছে । ভূক্তভোগী পরিবারের নেন্দ মাহামুদ বলেন, এক সপ্তাহ থেকে রান্না করতে না পেরে নিরুপায় হয়ে চেয়ারম্যান,মেম্বারসহ বিভিন্ন মহলের কাছে র্ধন্না দিয়েও কোন ফল পাইনী। ভোগডাবুরী ইউপি চেয়ারম্যান এক্রামুল হক জানান, রিং দিয়ে তাদের বাড়ির পানি নিস্কাশনের ব্যাবস্থা নেওয়া হচ্ছে।///

পুরোনো সংবাদ

নীলফামারী 2655299528360157942

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item