ফুুলবাড়ীতে লটারীর মাধ্যমে দ্বিতীয় দফায় কৃষকের ভাগ্য নির্ধারণ


মেহেদী হাসান উজ্জ্বল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুুলবাড়ীতে সরাসরি কৃষকের নিকট ধান ক্রয়ের জন্য দ্বিতীয় দফায় লটারীর মাধ্যমে ১ হাজার ১শত ১১ জন কৃষক নির্বাচন করেছেন উপজেলা প্রশাসন। যার মোট বরাদ্ধকৃত ধান ২হাজার ৬শত ৭ মে.টন। চলতি বরো ধান সংগ্রহ ২০২০এর আওতায় সরাসরি প্রকৃত কৃষকদের নিকট হতে ধান সংগ্রহ উপলক্ষে অগ্রহী কৃষকদের অবেদনকৃত তালিকা হতে লটারীর মাধ্যমে এই কৃষক নির্বাচন করা হয়।
সোমবার বেলা ১২ টায় উপজেলা খাদ্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে,উপজেলা চত্তরে এই লটারী অনুষ্ঠিত হয়।
লটারীর মাধ্যমে কৃষকের নামের তালিকা তৈরী ও সংক্ষিপ্ত আলোচনা সভায়, উপজেলা খাদ্য কর্মকর্তা গোলাম মওলা এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুম্মান আক্তার, কাজিহাল ইউপি চেয়ারম্যান মানিক রতন,উপজেলা সমবায় কর্মকর্তা হাফিজুল ইসলাম প্রমুখ। 
উপজেলা খাদ্য অধিদপ্তরের দেয়া তথ্য মতে উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১৭হাজার ৪শত ৮৫ জন কৃষকের মধ্যে থেকে ১হাজার ১শত ১১ জন কৃষককে লটারীর মাধ্যমে বাছাই করা হয়। যা ফুলবাড়ী গোডাউনে ১হাজার ১শত৮৬মে.টন ও মাদিলা গোডাউনে ১হাজার ৪শত ৯০ মে.টন ধান বরাদ্দ ।

পুরোনো সংবাদ

দিনাজপুর 656230246292751571

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item