ডিমলার তিস্তার চরে একই পরিবারের ৫ জন করোনা শনাক্ত




ডিমলা প্রতিনিধি নীলফামারী জেলায় এবার তিস্তার চরেও করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। একই পরিবারের ৫  জনের করোনা সংক্রমণ পজেটিভ শনাক্ত হয়েছে।  ৫ ও ৬ জুন সংগ্রহ করা ২৯টি নমুনা  মঙ্গলবার (৯ জুন)  সন্ধ্যা সাড়ে ৭টায় দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের নিকট এ তথ্য পাওয়া যায়। এর মধ্যে জেলার ডিমলা উপজেলার তিস্তা নদীর চর সহ ৯ জন করোনি শনাক্ত । বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন।
জানা যায়, ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের তিস্তা নদীর চর-চরখড়িবাড়ি গ্রামে মোকসেদ আলী(৬৩) ছেলে সুজন ঢাকায় জন্ডিস রোগে অসুস্থ  হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে ঢাকা থেকে নিয়ে এসে রংপুরে চিকিৎসা করায়। চিকিৎসাকালিন গত ২৮ মে সুজন মারা যায়। চরখড়িবাড়িতে এসে সুজনের দাফন করা হয়। এরপর ওই পরিবারের সদস্যরা  ধীরে ধীরে করোনা উপসর্গে আক্রান্ত হয়। গত ৫ মে তাদের নমুনা নিয়ে লকডাউন করে রাখা হয়। মঙ্গলবারের রির্পোটে মৃত সুজনের বাবা, ভাই ভাবী সহ ৫ জন করোনা পজেটিভ হয়। 
ডিমলার পূর্বছাতনাই ইউনিয়নের পূর্ব ছাতনাই গ্রামের  এক যুবক সম্প্রতি ঢাকা থেকে ফিরে নমুনায় পজেটিভ হয়। বালাপাড়া ইউনিয়নের মধ্যছাতনাই গ্রামে ১ জন, পশ্চিম ছাতনাই ইউনিয়নের ঠাকুরগঞ্জ গ্রামে ঢাকা ফেরত স্বামী স্ত্রীর করোনা পজিটিভ  আসে। 
সুত্র মতে নীলফামারী জেলার ডিমলায় ২৬, জনের করোনা সনাক্ত হয।#

পুরোনো সংবাদ

হাইলাইটস 2084781777661959085

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item