পার্বতীপুরের অপহৃত কিশোরীকে নীলফামারী থেকে উদ্ধার॥ অপহরনকারী গ্রেপ্তার


এম এ আলমবাবলু,পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধিঃ  

দিনাজপুরের পার্বতীপুরের অপহৃত কিশোরীকে অপহরনের ৪ দিন পর আজ বৃহস্পতিবার ভোর রাতে পার্বতীপুর মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়ন থেকে উদ্ধার করেছে৷ একই সময় গ্রেপ্তার করা হয়েছে অপহরনকারী দীপু চন্দ্র রায়কে৷

জানা গেছে, পার্বতীপুর উপজেলার রাজাবাসর স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেনীর ছাত্রী শ্রীমতি মিষ্টি রানী রায় (১৫) একই উপজেলার নারায়নপুর বাবুপাড়া গ্রামের বিপুল চন্দ্র রায়ের কন্যা৷ সে স্কুলে যাতায়াতের পথে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার খোচনা (দরগাপাড়া) গ্রামের চৈতন্য রায়ের পুত্র দীপু চন্দ্র রায়(১৯) তাকে প্রেম নিবেদন করতো সে তাতে সারা না দিয়ে প্রত্যাখান করায় ক্ষিপ্ত হয়ে ২৩ মে সন্ধায় আরো কয়েক জনের সহযোগীতায় দীপু মাইক্রোবাস যোগে মিষ্টি রানীকে অপহরন করে  নিয়ে যায়। 
এ ঘটনায় বিপুল চন্দ্র রায় বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করলে পার্বতীপুর মডেল থানার পুলিশ পরিদর্শক( তদন্ত) আহসান হাবিব সোহেল, এস আই মতিউর রহমানসহ ডিজিটাল তথ্য প্রযুক্তির মাধ্যমে বিশেষ পুলিশি অভিযান চালিয়ে আজ বৃহস্পতিবার ভোর রাতে নীলফামারী সদর জেলার ৭ নম্বর কচুকাটা ইউনিয়নের দুহুলী গ্রামের সন্তোষ মহন্ত এর বাড়ি থেকে আপহরনকারী দিপু চন্দ্র রায়কে গ্রেপ্তার করে এবং একই বাড়ী থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়।

এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে(মামলা নং- ২৯ , 

পুরোনো সংবাদ

নীলফামারী 2457619915000795379

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item