সৈয়দপুরে মাইক্রোবাস,জীপ-কার পিকআপ শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ



তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
 নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের মাইক্রোবাস, জীপ-কার, পিকআপ উপকমিটির উদ্যোগে সংগঠনের সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।  বুধবার বেলা ২টা সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
 এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ও  সৈয়দপুর পৌরসভার সাবেক মেয়র মো. আখতার হোসেন বাদল এবং নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন।
 নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের মাইক্রোবাস, জীপ-কার, পিকআপ উপকমিটির সভাপতি মো. মমতাজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক মো. এফাজ উদ্দিন সরকার, মাইক্রোবাস, জীপ-কার, পিকআপ উপ-কমিটির সম্পাদক মো. মানিক মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংগঠনের শতাধিক শ্রমিকের প্রত্যেকের মাঝে পাঁচ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। 

পুরোনো সংবাদ

নীলফামারী 2256625034583698682

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item