পাগলাপীরে টিসিবি-র মালামাল বিক্রয় কেন্দ্র উদ্বোধন


হাবিবুর রহমান সেলিম, পাগলাপীরঃ করোনা ভাইরাস মোকাবেলায় অব্যাহত লকডাউনে রংপুর সদর উপজেলার পাগলাপীর হরিদেবপুর ইউনিয়নে টিসিবি-র মালামাল ন্যায্য ম‚ল্যে বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার ২২শে এপ্রিল সকাল সাড়ে ১০টায় পাগলাপীর কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে অত্র ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন টিসিবি-র মালামাল বিক্রয় কেন্দ্রটি উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের ইউপি সদস্যবৃন্দ সহ টিসিবি-র সংশ্লিষ্ট মহল। উক্ত বিক্রয় কেন্দ্রে দুটি প্যাকেজে টিসিবি-র মালামাল ন্যায্য ম‚ল্যে বিক্রয় করা হচ্ছে। একটি ৭৩০ টাকার অপরটি ৪৩০ টাকার। এর মধ্যে ৭৩০ টাকার প্যাকেজে পাওয়া যাচ্ছে ৫ কেজি সোয়াবিন তেল, ২ কেজি চিনি, ২ কেজি সোলা, ১ কেজি মসুরের ডাল, হাফ কেজি খেজুর। উদ্বোধন প‚র্বক সংক্ষিপ্ত বক্তব্যে অত্র ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান মোঃ ইকাবাল হোসেন বলেন করোনা ভাইরাস মোকাবেলায় এই দুর্যোগ মুহুর্তে ইউনিয়নের জনগণের কথা চিন্ত করে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ন্যায্য ম‚ল্যে টিসিবি-র মালামাল বিক্রয় করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আশাকরি টিসিবি-র মালামাল ন্যায্য ম‚ল্যে বিক্রয় অব্যাহত থাকলে, আমার ইউনিয়নের কোন মানুষকে আর কষ্টের মধ্যে থাকতে হবে না। সেই সঙ্গে করোনা ভাইরাস মোকাবেলায় নিজের পরিবারসহ দেশের মানুষকে সুস্থ্য রাখতে মুখে মাক্স ও হাতে গেøাবস ব্যবহার করে সামাজিক দুরত্ব বজায় রাখা এবং বিনা কারনে ঘরের বাহিরে না যাওয়ার আহবান জানান তিনি। 

পুরোনো সংবাদ

রংপুর 5045374936295673022

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item