গঙ্গাচড়ায় চর এলাকার কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

সফিয়ার কাজল, গঙ্গাচড়া (রংপুর): রংপুরের গঙ্গাচড়ায় করোনা ভাইরাস মোকাবেলায় কোলকোন্দ ইউনিয়নের দূর্গম চর এলাকায় কর্মহীনদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন- মানবিক পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার।

গত কাল রোববার কোলকোন্দ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে জনসমাগম এড়িয়ে কর্মহীন দুই শত পরিবারের মধ্যে চাল, আটা,ডাল, লবন, সাবান সম্বলিত সামগ্রী বিতরণ করেন।

বাংলাদেশ পুলিশ বাহিনীর আইকন, বাংলাদেশ পুলিশের উজ্জ্বল নক্ষত্র, রংপুর জেলা পুলিশের সম্মানিত অভিভাবক, মানবিক পুলিশ সুপার, জনাব বিপ্লব কুমার সরকার, বিপিএম (বার) পিপিএম, পুলিশ সুপার এসময় বলেন, জনসমাগম এড়িয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে চলা চল করার। আপনারা সরকারি নির্দেশনা অনুযায়ী কষ্ট হলেও কয়েকটা দিন জরুরী কাজ না থাকলে বাড়িতে থাকেন। কারণ এ ভাইরাস থেকে মুক্তির উপায় বাড়িতে থেকে সবসময় পরিস্কার পরিচ্ছন্ন থাকা।
এসময় আরো উপস্থিত ছিলেন, জনাব মোঃ আবু মারুফ হোসেন, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার পদে কর্মরত (প্রশাসন ও অপরাধ) রংপুর। জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) রংপুর, এবং গংগাচড়া থানার অফিসার ইনচার্জ সুশান্ত সরকাসহ গংগাচড়া  মডেল থানার পুলিশ সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

পুরোনো সংবাদ

রংপুর 1203808600541278146

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item