ডোমারে কর্মহীন ও অসহায় মানুষের মাঝে আটা প্যাকেট বিতরণ করেন মশিয়ার।

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
দেশে করোনা ভাইরাসের প্রভাবে মানুষ দিশে হারা। দোকান পাট, কাজ বন্ধ হয়ে মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এমন সময় পৌর এলাকার ৪নং ওয়ার্ডে নিজস্ব অর্থয়নে ১৫০ জন মানুষের মাঝে আটা, চিনি ও চা পাতার  প্যাকেট তুলে দেন মেসার্স মুন ট্রেডার্সের স্বত্বাধীকারী সমাজ সেবক মশিয়ার রহমান।
বুধবার (২২এপ্রিল) বিকালে ছোট রাউতা চাকধাপাড়া নিজ বাসভবনে এ কার্যক্রম পরিচালনা করেন তিনি। সমাজ সেবক মশিয়ার রহমান বলেন, গত সপ্তাহে চাকধাপাড়া শ্রী শ্রী হরিসভা মন্দিরে এলাকার খেটে খাওয়া কর্মহীন পরিবারের মাঝে ১শত কেজি চাউল বিতরণ করি। এ ছাড়াও গত কাল মঙ্গলবার ১০ কেজি করে চাউল এলাকার শতাধীক মানুষের হাতে তুলে দেই। এমন দূরদিনে আমার দেয়া সামান্য সহায়তা কিছুটা হলেও অসহায় ও দুঃস্থদের কাজে লাগবে। সমাজের স্ব-হৃদয়বান ও বিত্তবানদের মানুষের পার্শ্বে এগিয়ে আসার আহবান জানান। পর্বতীতে নিজ সামর্থ মতে খাদ্য সামগ্রী বিতরণ করার প্রতিশ্রæতি ব্যক্ত করেন তিনি।

পুরোনো সংবাদ

নীলফামারী 4418656338235175688

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item